পরীমনি বায়োগ্রাফি, জন্ম, পেশা, উচ্চতা, ধর্ম, ওজন, সম্পদের পরিমাণ পরিবার, ক্যারিয়ার ও বিস্তারিত
পরীমনি বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী. তিনি মডেলিংয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন. পরিমনির ১৯৯২ সালের ২৪ অক্টোবর খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন. পরীমনি মডেলিংয়ের মাধ্যমে অভিনয় শুরু করলেও পরবর্তীতে চলচ্চিত্রে একের পর এক ছবিতে অভিনয় করেন এবং খ্যাতি লাভ করেন. সুতরাং বর্তমান বাংলাদেশের তিনি একজন অভিনয়শিল্পী হিসেবে পরিচিত.
জন্ম ও প্রাথমিক জীবন :
পরিমনির ১৯৯২ সালের ২৪ অক্টোবর খু লনা বিভাগের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন. ছোটবেলায় তিনি তার বাবা-মাকে হারিয়ে নানার কাছে বড় হন. তিনি পিরোজপুরে তার নানার বাসায় থেকে পড়াশোনা করেন. সেখান থেকে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন. পরবর্তীতে সাতক্ষীরা সরকাগরি কলেজে বাংলা বিভাগ সম্মান শ্রেণীতে পড়াশোনা করেন এবং 2011 সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমীতে নাচ শিখুন
অভিনয় জীবন শুরু:
পরীমনি মডেলিংয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন. তিনি বিভিন্ন নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় শুরু করেন0. তিনি মডেলিং থেকে ছোট পদ্মা. তারপর তিনি রুপালি পর্দায় অভিনয় শুরু করেন. অভিনয় জীবন শুরু করে একটি নাটকে অভিনয়ের মাধ্যমে.
পরিমনির ধর্ম
অনেকে জানতে চায় পরীমনি কোন ধর্মের অনুসারী. তাই আজ আমরা আপনাদের জানাব পরীমনি একজন মুসলমান এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী
পরীমনির বিয়ে
২০২০ সালের ৯ মার্চ রাতে অভিনেত্রী ও পরিচালক কাজী কামরুজ্জামান রনি বিয়ে করেন পরীমনি
পরিমনির পূর্ণ জীবন কাহিনী:
আসল নাম | পরী মনি |
ডাকনাম | পোরি |
পেশা | মডেল, অভিনেত্রী |
জন্ম তারিখ | ২৪ অক্টোবর ১৯৯২ |
বয়স | ২৬ |
জাতীয়তা | বাংলাদেশী |
নিজ শহর | সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ |
রাশি চিহ্ন/ রাশিচক্র | বৃশ্চিক |
ধর্ম | ইসলাম |
অভিষেক চলচ্চিত্র | টিভি: ২ য় ইনিংস ফিল্ম: ভালোবাসা শিমাহেন |
উচ্চতা, ওজন এবং শরীরের পরিমাপ |
|
উচ্চতা সেন্টিমিটারে | ১২৬ সেমি |
মিটারে উচ্চতা | ১.৬৫ মি |
ইঞ্চিতে উচ্চতা | ৫.৫ “ |
কিলোগ্রামে ওজন | ৫৩ কেজি |
পাউন্ডে ওজন | ১১৭ পাউন্ড |
শরীরের পরিমাপ | ৩৪-২৫-৩৪ |
ব্রা সাইজ | ৩৪ বি |
কোমরের মাপ | 25 ইঞ্চি |
নিতম্বের সাইজ | ৩৪ ইঞ্চি |
জুতার মাপ | 8 (মার্কিন) |
জামার মাপ | ৪ (মার্কিন) |
চুলের রঙ | কালো |
পরিবার এবং আত্মীয় |
|
পিতা | পরিচিত না |
মা | পরিচিত না |
ভাই | পরিচিত না |
বোন | পরিচিত না |
বিষয়, প্রেমিক এবং বৈবাহিক অবস্থা | |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
বয়ফ্রেন্ড | মোহাম্মদ আইএম |
স্বামী/ স্ত্রী | এন/এ |
পুত্র | এন/এ |
কন্যা | এন/এ |
শিক্ষা এবং স্কুল, কলেজ |
|
শিক্ষাগত যোগ্যতা | পরিচিত না |
বিদ্যালয় | পরিচিত না |
কলেজ/ বিশ্ববিদ্যালয় | পরিচিত না |
পছন্দের জিনিস এবং পছন্দ ও অপছন্দ |
|
প্রিয় অভিনেতা | পরিচিত না |
প্রিয় অভিনেত্রী | পরিচিত না |
প্রিয় রং | পরিচিত না |
প্রিয় খাবার | পরিচিত না |
প্রিয় সিনেমা | পরিচিত না |
শখ | পরিচিত না |
মানি ফ্যাক্টর | পরিচিত না |
নেট মূল্য | পরিচিত না |
বেতন | পরিচিত না |
যোগাযোগের ঠিকানা | পরিচিত না |
বাসার ঠিকানা | পরিচিত না |
ফোন নম্বর | পরিচিত না |
ইমেইল আইডি | পরিচিত না |
ওয়েবসাইট | পরিচিত না |
সামাজিক মাধ্যম | |
ইনস্টাগ্রাম | Instagram.com/ |
ফেসবুক | facebook.com/ |
টুইটার | Twitter.com/ |
উইকিপিডিয়া | Wikipedia.org/ |
চলচ্চিত্রের তালিকা:
বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | টীকা |
২০১৫ | ভালোবাসা সীমাহীন | সীমানা | শাহ আলম মন্ডল | প্রথম অভিনীত ও মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র |
পাগলা দিওয়ানা | লায়লা | ওয়াজেদ আলী সুমন | ||
দরদিয়া | ওয়াজেদ আলী সুমন | মুক্তি পায়নি | ||
আরো ভালোবাসবো তোমায় | নোলক | এস এ হক অলীক | [১৩] | |
লাভার নাম্বার ওয়ান | দোলা | ফারুক ওমর | [১৪] | |
নগর মাস্তান | রকিবুল আলম রকিব | |||
মহুয়া সুন্দরী | ছবি / মহুয়া | রওশন আরা নীপা | লোককাহিনী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত, সহ-প্রযোজক |
|
আমার মন জুড়ে তুই | ওয়াজেদ আলী সুমন | মুক্তি পায়নি | ||
রানা প্লাজা | রেশমা | নজরুল ইসলাম খান | মুক্তি পায়নি | |
সারপ্রাইজ | এফ আই মানিক | মুক্তি পায়নি | ||
প্রবাসী ডন | শাহীন-সুমন | মুক্তি পায়নি | ||
ভালবাসার অনেক জ্বালা | ফারুক ওমর | মুক্তি পায়নি | ||
২০১৬ | মন জানেনা মনের ঠিকানা | মায়া | মুশফিকুর রহমান গুলজার | [১৫] |
কত স্বপ্ন কত আশা | পরী ব্যানার্জী | ওয়াকিল আহমেদ | ||
রক্ত | পরী/সানিয়া | ওয়াজেদ আলী সুমন | বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র[১৬] | |
পুড়ে যায় মন | কিরণ | অপূর্ব-রানা | ||
ধূমকেতু | শফিক হাসান | |||
২০১৭ | আপন মানুষ | শাহ আলম মণ্ডল | ||
সোনা বন্ধু | জাহাঙ্গীর আলম সুমন | |||
অন্তর জ্বালা | সোনা | মালেক আফসারী | ||
ইনোসেন্ট লাভ | অপূর্ব-রানা | |||
২০১৮ | স্বপ্নজাল | শুভ্রা | গিয়াস উদ্দিন সেলিম | |
২০১৯ | আমার প্রেম আমার প্রিয়া | জান্নাত | শামীমুল ইসলাম শামীম | |
২০২০ | বিশ্বসুন্দরী | শোভা | চয়নিকা চৌধুরী | |
২০২১ | স্ফুলিঙ্গ | দিবা | তৌকির আহমেদ | |
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন | তৃষ্ণা | আবু রায়হান জুয়েল | ||
নদীর বুকে চাঁদ | নদী | শওকত ইসলাম | ||
বাহাদুরী | শফিক হাসান | |||
ক্ষত | শামীম আহমেদ রনি | প্রথম প্রযোজিত চলচ্চিত্র | ||
প্রীতিলতা | প্রীতিলতা ওয়াদ্দেদার | রশিদ পলাশ | ||
১৯৭১ সেই সব দিন | হৃদি হক | |||
বায়োপিক | সঞ্জয় সমাদ্দার |
পুরস্কার
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
২০১৬ | বাবিসাস পুরস্কার | আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী | মহুয়া সুন্দরী | বিজয়ী | |
২৬ এপ্রিল ২০১৯ | মেরিল-প্রথম আলো পুরস্কার | বিশেষ সমালোচক পুরস্কার | স্বপ্নজাল | বিজয়ী | [১৭] |
সেরা চলচ্চিত্র অভিনেত্রী | মনোনীত | ||||
সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) | |||||
২২ অক্টোবর ২০১৯ | ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার | জনপ্রিয় অভিনেত্রী | আমার প্রেম আমার প্রিয়া | বিজয়ী | [১৮] |
২৫ জুলাই ২০২০ | সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) | বিজয়ী | [১৯] |
পরীমনিকে নিয়ে কবিতা
আবদুল গাফ্ফার চৌধুরী এবার পরীমনিকে নিয়ে কবিতা লিখেছেন। একটি জাতীয় দৈনিকের সাহিত্য সাময়িকীতে শুক্রবার সেই কবিতাটি প্রকাশিত হয়েছে। কবিতার শিরোনাম- ‘পরীমনি, তুমি আমার জন্য কেঁদো না’।
পরীমনিকে নিয়ে আবদুল গাফ্ফার চৌধুরীর কবিতাটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-
পরীমনি, তুমি আমার জন্য কেঁদো না
তুমি আমার জন্য কেঁদেছ, শরতের আকাশের
চুপিসারি কান্না,
যা শিশির হয়ে টুপটাপ ঝরে।
আমি রোগশয্যায় শুয়ে শুনেছি সেই রোদন
তুমি কেন আমার জন্য কাঁদলে
আমি টেলিফোনে শুনেছি তোমার সেই কান্না
নায়াগ্রায় দাঁড়িয়ে যে জলপ্রপাতের
শব্দ শুনেছিলাম
তোমার কান্না সেই শব্দের সংগীতকে স্তব্ধ করেছে।
এখানে বড় ঠান্ডা, সেই ঠান্ডায় তোমার কান্না
উষ্ণ জলপ্রপাতের কাজ করেছে
আমার হৃদয়ে।
পরীমনি, তুমি আমার জন্য কেন কাঁদলে
কেন হৃদয় দিয়ে হৃদয় বাঁধলে
ওরা তোমাকে বলে চরিত্রহীনা, আকাশনীলা পাখি
আমি জানি, তুমি শরতের শিশির ধোয়া
শিউলির মতো সুচরিতা।
ছবি দেখেছি, জেল থেকে বেরিয়ে আসছো—
দুই হাত ঊর্ধ্বমুখী জোয়ান অব আর্কের মতো
ওরা তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল
তুমি স্ফিংসের মতো জেগে উঠেছ
দুই ডানায় আগুনের ফুল।
পরীমনি, ওরা তোমাকে দ্রৌপদী বানাতে চেয়েছিল
তুমি হয়ে গেলে দয়মন্তী।
তোমার কান্না আমার মগ্নচৈতন্যকে স্পর্শ করেছে
তোমার চোখের কান্নায় দেখেছি আমার মায়ের—
চোখের জল।
তুমি তেরো নদী সাত সমুদ্র পেরিয়ে
আমাকে সিক্ত করলে মায়ের সেই চোখের জলে।
তোমার কান্না আমার বেদনাকে
ছুঁয়ে গেছে।
তুমি স্কাইলার্কের গান শুনেছ
বিলাতের বসন্তের বাগানে?
সুন্দরী পাখিটির কণ্ঠে কান্নাই গান
তুমি ওই স্কাইলার্কের মতো
আমাকে তোমার কান্না শোনালে
কান্না নয় গান, চোখের জল নয়
হৃদয়ের প্লাবন।
ভারত মহাসাগর পেরিয়েছে
তোমার কান্না, বঙ্গোপসাগরেও
বনানীর জলপাই রঙের বাড়িটা ছেড়ে
চাঁদপুরের পুরোনো বন্দরটা পেরিয়ে
মেঘনার জলকে টেমসের সঙ্গে মিশিয়ে
কার্তিকের চাঁদ হয়ে ঝুলে আছে
আমার রোগশয্যার বারান্দায়।
পরীমনি, তুমি আমার জন্য কেঁদো না
মায়ের মতো ভালোবাসার
দুবাহু বাড়ায়ে দিয়ো না
ভালোবাসা বড় দুর্লভ সৌরভ
সুগন্ধির দোকানে কখনো পাবে না।