অনলাইন

ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এনআইডি ফি প্রদানের নিয়মাবলী | রকেটের মাধ্যমে এনআইডি ফি প্রদানের নিয়মাবলী

এনআইডি এর পুরো অর্থ হচ্ছে ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার। আমাদের দেশে নির্বাচন কমিশনের মাধ্যমে এনআইডি যেকোনো ভুল সংশোধন করা যায় এবং রকেটের মাধ্যমে এনআইডি ফি জমা দেওয়া যায়। তবে অনেকের মধ্যে অনেক সমস্যা থেকে যায় যেমন: নামের ভুল, পিতার নামের ভুল, ঠিকানা ভুল, জন্ম তারিখ ভুল ইত্যাদি ন্যাশনাল আইডি একসময় এডিট করা প্রয়োজন। এজন্য উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এনআইডি সংশোধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে জমা দিতে হয়. তবে বর্তমান সময়ে এনআইডি কার্ডের যেকোনো সমস্যা সংশোধন করার জন্য অনলাইনে করা যায় এবং সংশোধনের জন্য একটি নির্দিষ্ট ফি রয়েছে যা রকেটের মাধ্যমে পরিশোধ করা যায়.

সুতরাং আপনি যদি অনলাইনে এনআইডি কার্ড পরিবর্তন করতে চান এবং রকেটের মাধ্যমে ফি পরিশোধ করতে চান তাহলে পারবেন। সুতরাং আপনাকে জানতে হবে কিভাবে রকেট এর মাধ্যমে বিল পরিশোধ করতে হয়। তাই আজ আমরা এই পোস্টে নির্বাচন কমিশনের এনআইডি কার্ড সংশোধন করে রকেটের মাধ্যমে ফি প্রদানের নিয়মাবলী আপনাদের প্রদান করব.

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত

নির্বাচন কমিশন কর্তৃক এনআইডি সংশোধনের ধরন অনুযায়ী জাতীয় পরিচয় পত্রের বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে এনআইডি সংশোধনের ফি নিচে তুলে ধরা হলো এবং 15% ভ্যাট প্রযোজ্য থাকবে।

তাছাড়া আরও অবগত করা হল যে আপনার এনআইডি যদি দ্বিতীয় বা তৃতীয় বার আবেদনের সময় ফের পরিমাণ বৃদ্ধি পাবে। নিশ্চিত ছকের মাধ্যমে সংশোধন ফি দেখানো হলো।

এনআইডি তথ্য সংশোধন ফি

আপনার এনআইডি কার্ড সংগ্রহ করেছেন কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে চান যেমন: নিজের নাম/ পিতা/ মাতা /স্বামী স্ত্রীর নাম/ ঠিকানা /রক্তের গ্রুপ

  • প্রথমবার সংশোধন ফি: ২৩০ টাকা
  • দ্বিতীয়বার সংশোধন ফি: ৩৪৫ টাকা
  • তৃতীয়বার সংশোধন ফি:৫৭৫ টাকা

এনআইডি অন্যান্য তথ্য সংশোধন ফি

উপরোক্ত কাজগুলো ছাড়াও আপনি যদি অন্যান্য তথ্য সংশোধন করতে চান যেমন: শিক্ষাগত যোগ্যতা /পেশা /ধর্ম/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স নাম্বার ও মোবাইল নাম্বার। সে ক্ষেত্রে সংশোধন ফি কম হবে এবং সংশোধন ফি কত হবে তা নিচে তুলে ধরা হলো।

  • সংশোধন ফি: 115 টাকা

রকেটের মাধ্যমে এনআইডি ফি প্রদানের নিয়মাবলী

আপনি যদি অনলাইনের মাধ্যমে বা নির্বাচন কমিশনের মাধ্যমে এনআইডি সংশোধন করতে চান, তাহলে এনআইডি সংশোধন করার পর সরকারি ফি প্রদান করতে হবে এবং সেটা রকেটের মাধ্যমে প্রদান করা যাবে। সুতরাং আপনি কিভাবে এনআইডি প্রদান করবেন সে নিয়মাবলী নিচের ধারাবাহিক ভাবে তুলে ধরা হলো। আসুন পদ্ধতিটি অনুসরণ করুন এবং এনআইডি  ফি প্রদান করুন।

ফার্স্ট স্টেপ: প্রথমে আপনার মোবাইল থেকে *৩২২# ডায়াল করুন

২ স্টেপ: (Payment) মেনু প্রদর্শিত হলে পেমেন্ট ( 1)  লিখে রিপ্লাই দিন

৩ স্টেপ: (Bill pay) ১  লিখে রিপ্লাই দিন

৪ স্টেট: (Enter Biller ID ) ইসি জন্য নির্ধারিত বিলার আইডি লিখে রিপ্লাই দিন

৫ স্টেপ: (Enter Nid Number) আপনার এনআইডি নাম্বারটি লিখে রিপ্লাই দিন

৬ স্টেপ: (Enter Biller Number )টাকার পরিমাণ লিখে রিপ্লাই দিন

৭ স্টেপ: (Enter Amount )আপনার গোপন নম্বরটি লিখে রিপ্লাই দিন

৮ স্টেপ: এবার সাকসেসফুল ট্রানজ্যাকশন মেসেজ পাবেন

এবার জাতীয় পরিচয় পত্র বা তথ্য-উপাত্ত সংশোধনের জন্য আবেদন ফরম 2 পূরণের সময় 5 নং ক্রমিক নম্বরে ব্যাংকের নাম ডাচ বাংলা ব্যাংক, ট্রানজেকশন আইডি এবং টাকার পরিমাণ লিখুন।

তবে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয় পত্র প্রাপ্তির জন্য আবেদন ফরম পূরণের সময় 15 নং ক্রমিক নাম্বার এর টাকার পরিমান মাধ্যমিকের ট্রানজেকশন আইডি এবং ডাচ-বাংলা ব্যাংক লেখ

এভাবে আপনি আপনার এনআইডি সংশোধন করতে পারবেন এবং এনআইডি সংশোধন করার পর রকেটের মাধ্যমে বা ডাচবাংলা ব্যাংকের মাধ্যমে এনআইডির ফি পরিশোধ করতে পারবেন।

উপরোক্ত আলোচনা থেকে সহজে প্রতীয়মান হয় যে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এনআইডি ফি পরিশোধ করা যায়। তবে ফি পরিশোধ করার জন্য আপনাকে অবশ্যই পদ্ধতি বা নিয়মাবলী জানতে হবে। সুতরাং আপনি যদি ঘরে বসে এনআইডি সংশোধন করেন এবং এনআইডি কার্ডের বিল পরিশোধ করতে চান তাহলে রকেটের মাধ্যমে পরিশোধ করতে উপরের পদ্ধতিটি অনুসরণ করুন এবং ধাপে ধাপে কাজ করুন।

Related Articles

Back to top button