৪৫ তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ- পদ সংখ্যা ২৩০৯ টি
৪৫ তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ৩০ নভেম্বর ২০২২। এই বিজ্ঞপ্তিতে বিসিএসে মোট পদ সংখ্যা থাকবে ২৩০৯ টি। সরকারি কর্মকমিশন পিএসসি ৪৫ তম বিসিএস এর ক্যাডার ও নন ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এই বিজ্ঞপ্তিতে ২৩ ক্যাডারের লোক নিয়োগ করা হবে। আবেদন শুরু হবে ১২/১২-২০২২ থেকে ৩১. ১২. ২০০২২ পর্যন্ত.
সুতরাং আপনি যদি ৪৫ তম বিসিএস এর একজন প্রার্থী হয়ে থাকেন এবং আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য জানতে প্রবস্তি মনোযোগ সহকারে করুন।
৪৫ তম বিসিএস বিজ্ঞপ্তি তথ্য ২০২২
৪৫ তম বিসিএস বিজ্ঞপ্তি অনুযায়ী তথ্য ২০২২ নিচে প্রদান করা হলো:
- নিয়োগ কর্তৃপক্ষ: বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি
- কত তম বিসিএস: ৪৫ তম বিসিএস
- মোট বিসিএস পদ সংখ্যা: ২৩০৯ টি
- মোট ক্যাডার ক্যাটাগরি: ২৩ টি
- আবেদনের ফি: ৭০০ টাকা
- আবেদন শুরুর তারিখ: ১০-১২-২০২২
- আবেদনের শেষ তারিখঃ ৩১-১২ ২০২২
- আবেদনের লিংকঃ https://bpsc.teletalk.com.bd
- ওয়েবসাইট লিংক: https://www.bpsc.gov.bd
৪৫ তম বিসিএস সার্কুলার ২০২২
৪৫ তম বিসিএস এর বিজ্ঞপ্তি কিংবা সার্কুলার ২০২২ নিচে সংযুক্ত করা হলো। বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানা যাবে।
৪৫ তম বিসিএসের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন :
৪৫ তম বিসিএস ক্যাডার গুরুত্বপূর্ণ তথ্য
৪৫ তম বিসিএস ক্যাডারে মোট ২৩০৯ জনগণ নিয়োগ করা হবে। তবে কোন ক্যাডারে কতজন লোক নিয়োগ করা হবে তা বিস্তারিত জানতে নিষে দেখুন।
- বিসিএস ২৩ ক্যাডার ক্যাডারে মোট জনবল নিয়োগ হবে -২৩০৯ টি
- বেশি নিয়োগ পাবে স্বাস্থ্য ক্যাডারে-৫৩৯ জন চিকিৎসক.
- সহকারী সার্জন পদে নিয়োগ পাবে- ৪৫০ জন
- ডেন্টাল সার্জন প্রতিনিয়োগ পাবে 89 জন
- প্রশাসনে নিয়োগ পাবে- ২৭৪ জন
- পুলিশে নিয়োগ কবে -80 জন
- শিক্ষা ক্যাডার নিয়োগ কবে- ৪৩৭ জন
- কাস্টমে নিয়োগ পাবে -৫৪ জন
- আনসার নিয়োগ পাবে -২৫ জন এবং পররাষ্ট্র, রেল, কৃষি, মস্য সহ অন্যান্য ক্যাডারে নিয়োগ পাবে 870 জন.
বিগত ৩৫ তম বিসিএস থেকে ৪৫ তম বিসিএস পদ সংখ্যা
আপনি যদি বিগত ১০ বছরে বিসিসি কোন বিচ্ছেসে কতগুলো লোক নিয়োগ করা হবে তা জানতে চান তাহলে নিচের তালিকা থেকে জানতে পারবেন। তবে বিগত ১০ বছরে ৪৫ তম বিসিএস এর সবচেয়ে বেশি লগ্নিক করা হবে।
- ৩৫ তম বিসিএসে ক্যাডার নিয়োগ হয়েছে-১৮০৩ জন
- ৩৬ তম বিসিএসে ক্যাডার নিয়োগ হয়েছে-২১৮৮ জন
- ৩৭ তম বিসিএসে ক্যাডার নিয়োগ হয়েছে-১২২৬ জন
- ৩৮ তম বিসিএসে ক্যাডার নিয়োগ হয়েছে-২০২৪ জন
- ৪০ তম বিসিএসে ক্যাডার নিয়োগ হয়েছে-১৯০৩ জন
- ৪১তম বিসিএসে ক্যাডার নিয়োগ হয়েছে-২১৩৫ জন
- ৪৩তম বিসিএসে ক্যাডার নিয়োগ হয়েছে-১৮১৪ জন
- ৪৪তম বিসিএসে ক্যাডার নিয়োগ হয়েছে- ১০৭০০ ১০ জন এবং
- ৪৫ তম বিসিএসে ক্যাডার নিয়োগ হয়েছে-২৩০৯ জন
৪৫ তম বিসিসি বিজ্ঞপ্তি লিঙ্ক ২০২২ পিডিএফ
আপনি যদি ৪৫ তম বিসিএস এর বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চান, তাহলে নিচের লিংকে ক্লিক করুন ।তারপর বিজ্ঞপ্তিটি ডাউনলোড হলে সেভ করুন এবং সংগ্রহ করুন।
http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/c58f75eb_30c8_445c_972d_ab68c5481e38/45%20BCS%20Advertisement.pdf
৪৫ তম বিসিসি বিজ্ঞপ্তি লিঙ্ক ২০২২ পিডিএফ
আপনি যদি ৪৫ তম বিসিএস এর বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চান, তাহলে নিচের লিংকে ক্লিক করুন ।তারপর বিজ্ঞপ্তিটি ডাউনলোড হলে সেভ করুন এবং সংগ্রহ করুন।
- অনলাইনে ৪৫ তম বিসিএস এর আবেদন শুরু এবং শেষ তারিখ
- অনলাইনে আবেদনপত্র শুরু ও ফি জমাদান শুরুর তারিখ: ১০ ১২ ২০২২ সকাল ১০ টা থেকে
- আবেদন করার শেষ তারিখ ৩১-১২ ২০২২ সন্ধ্যা ছয়টা
আবেদনকারীর বয়স সীমা (১ নভেম্বর ২০২২)
- বিসিএস সাধারণ ক্যাডারের প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছর।
- মুক্তিযোদ্ধ া ক্যাডারের প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছর
কিভাবে ৪৫ তম বিসিএস আবেদন করবেন
- ৪৫ তম বিসিএস অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক উপরে প্রদান করা হলো।
- প্রার্থীকে অনলাইনে আবেদন লিঙ্গে প্রবেশ করতে হবে এবং প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করতে হবে।
- আবেদন পূরণ করে সাবমিট করতে হবে তারপর আবেদন ফ্রি প্রদান করতে হবে।
- আবেদন সফলভাবে সাবমিটের পর প্রার্থীকে একটি ইউজার আইডি প্রদান করা হবে।
বিসিএস এর আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি
নিশি বিশেষের আবেদন ফ্রি জমা দেওয়ার পদ্ধতি বর্ণনা করা হলো।
প্রথভ sms: BCS <space> User ID বরদখ send করুন 16222 নম্বদয
Example :BCS ORTQUEN
Reply
: Applicant’s Name, Tk-700 (Tk-100 for Physically Disabled, Ethnic Minority
Group and Third Gender Group Candidates) will be charged as Application Fee.
Your PIN is (8 digit number) 12345678. To Pay Fee, type BCS <Space> Yes
<Space> PIN and send to 16222.
বিতীয় sms : BCS <space> Yes <Space> PIN বরদখ send করুন 16222 নম্বদয
Example : BCS YES 12345678
Reply : Congratulations! Applicant’s Name, payment completed successfully for 45th
BCS Examination-2022. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx).
N.B. : For Lost Password, Please Type BCS <Space> HELP <Space> SSC Board
<Space> SSC Roll <Space> SSC Year and send to 16222
45TH BCS CIRCULAR 2022