উক্তি

সাহিত্য নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও আরও অনেক কিছু

আজকের আলোচনা সাহিত্য নিয়ে উক্তি বাণী। সাহিত্যের জ্ঞান প্রত্যেকের থাকা দরকার। সাহিত্য ছাড়া কেউ পরিপূর্ণতা অর্জন করতে পারে না। সাহিত্য শিল্পের একটি অংশ। ইন্দ্রিয় দ্বারা জাগতিক চিন্তাচেতনা অনুভূতি লেখক এর বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য।

তবে সাহিত্যের প্রধান লক্ষ্য হচ্ছে মনোরঞ্জন করা, সৌন্দর্য সৃষ্টি করা, লেখক এর প্রতিষ্ঠা সমাজের সমালোচনা করা। তাই আমাদের সমাজের প্রত্যেকের সাহিত্য সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন এবং সেই সাহিত্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে আমাদের এই পোস্টটা আপনাদের খুবই সহায়ক হবে। এই পোষ্টের মাধ্যমে আপনি সাহিত্য সম্পর্কে বিভিন্ন জ্ঞানী স্মরণীয় ব্যক্তিদের উক্তি বাণী ক্যাপশন গুলো জানতে পারবেন।

সাহিত্য নিয়ে উক্তি

সাহিত্য নিয়ে বিপন্ন কবি সাহিত্যিক বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ উক্তি প্রদান করেছেন এবং সেই উক্তিগুলোর যথার্থ অর্থ এবং বাস্তব প্রয়োজনীয়তা রয়েছে। আসুন আমরা সেই উক্তিগুলো বিশ্লেষণ করে জানবো সে উক্তিগুলোর যথার্থ অর্থ কি এবং কি কি প্রয়োজনে সেই উক্তিগুলো প্রদান করা হয়েছে।

  1. সাহিত্য সতীন পছন্দ করে না।বুদ্ধদেব গুহ
  2. সাহিত্য মানবতার ছায়া ছাড়া আর কিছু নয়।হেনরি জেমস
  3. শিল্পসাহিত্যের মধ্যে বেঁচে থাকার মধ্যে রয়েছে গভীর প্রশান্তি।টমাস ফুলার
  4. সাহিত্যের উদ্দেশ্য আনন্দ দান করা কিন্তু সে আনন্দটি গ্রহণ করাও নিতান্ত সহজ নহে; তাহার জন্যও শিক্ষা এবং সাহায্যের প্রয়ােজন।রবীন্দ্রনাথ ঠাকুর
  5. সাহিত্য চর্চা বিলাস পরিতৃপ্ত নহে, সাহিত্য আরাধনার ধন।ইয়াকুব আলী চৌধুরী
  6. সাহিত্যের আসল মূল্য হল দেশের সঙ্গে, কালের সঙ্গে, মনের যােগাযােগ ঘটিয়ে দেওয়া।জহুরুল হক
  7. সাহিত্য সংস্কৃতি দেশ জাতির দর্পণ বিশেষ।উইলিয়াম ডানলপ
  8. সাহিত্য কোনাে ব্যক্তি বিশেষের ভাব রাজ্যের প্রতিষ্ঠান নহে, উহা সমগ্র জাতির অভ্যন্তরীণ প্রতিচ্ছবি। সাহিত্যের মূল উৎপাদন জাতীয় চরিত্র, ধর্মতত্ত্ব এবং সভ্যতা। জাতির মনের কথার লিখিত রূপই হচ্ছে সাহিত্য।কারলাইল
  9. সাহিত্য সবসময় সুগন্ধে পরিপূর্ণ।ওয়াল্ট হুইটম্যান
  10. মানুষ সাহিত্য থেকে খুব বেশি আশা করে না। তারা শুধু জানতে চায় তারা বিভ্রান্ত হয়ে একা নয়।জোনাথন অ্যামস
  11. প্রাচীন সাহিত্যের ভাষা অলংকারের আতিশয্যে অবনত।নােয়া ওবেস্টার
  12. সাহিত্যসেবীর পক্ষে রাজনীতি বড়ই অস্বাস্থ্যকর।প্রবােধকুমার সান্যাল

সাহিত্য নিয়ে গুরুত্বপূর্ণ বাণী

সাহিত্য নিয়ে অনেক কবি সাহিত্যের গুরুত্বপূর্ণ বাণী প্রদান করেছেন। তাদের সেই বাণী গুলো সাহিত্য চর্চার ক্ষেত্রে এবং সমাজের প্রয়োজনীয়তা উপলব্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

  • চাষী কৃষি মিলে বর্তমানে রসােত্তীর্ণ সাহিত্য সৃষ্টি সম্ভব এবং সাহিত্য হবে আমাদের প্রকৃত সাহিত্য।আবদুল হাই মাশরেকী
  • সাহিত্য চিন্তাই আত্মার চিন্তাস্বরূপ।কারলাইল
  • বাংলা আমাদের মাতৃভাষা এবং এই মাতৃভাষা সাহিত্যের যথােচিত সেবা ব্যতীত আমাদের সামাজিক জাতীয় উন্নতি একান্তই অসম্ভব।মােঃ ওয়াজেদ আলী
  • সকলের সহিত মিলে মিশে যা উপভােগ করা যায় তাই সাহিত্য। সাহিত্যে সকল মনের সাহায্য থাকে। সাহিত্যের পাত্রপাত্রী সবই একটা টাইপ বা নমুনা।. মুহম্মদ শহীদুল্লাহ
  • কেবল খুব দুর্বল মনের মানুষই সাহিত্য কবিতায় প্রভাবিত হতে অস্বীকার করেন।ক্যাসান্দ্রা ক্লেয়ার
  • সাহিত্য এমন এক সুগন্ধি যা মানুষকে সুস্থ মানসিকতা নিয়ে বাচার অনুপ্রেরণা দেয়।মিল্টন
  • সাহিত্য হচ্ছে দেশ জাতির জীবন মানসের প্রতিফলন।ইমারসন
  • দেশ জাতির বড় সম্পদ তার ভাষা সাহিত্য। সব দেশে, সব যুগে ভাষা সাহিত্য শিল্পকে অবলম্বন করেই সম্ভব হয়েছে সবরকম উন্নতি প্রগতি।আবুল ফজল
  • আমাদিগকে বড় হইতে হইবে। আর বড় হইতে হইলে চাই আমাদের জাতীয় সাহিত্য। রােম, গ্রিস, আরবের ইতিহাস পড়, ইংল্যান্ডের ইতিহাস পড়, দেখিবে জাতীয় সাহিত্যের উন্নতির সহিত জাতীয় উন্নতি কেমন একতারে বাধা।ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
  • একটি ভালো উপন্যাস আমাদের সামনে নায়ক সম্পর্কে সত্য তুলে ধরে কিন্তু বাজি উপন্যাস লেখক সম্পর্কে সত্য তুলে ধরে।জি কে চেস্টার্টন
  • বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানে না এমন লোকের মধ্যে কোন পার্থক্য নেই।মার্ক টোয়েন
  • একটি ভালো সাহিত্য হচ্ছে চিনির প্রলেপ দেয়ার তেতো বড়ির মত। হেনরি

সাহিত্য নিয়ে ক্যাপশন

সাহিত্য নিয়ে গুরুত্বপূর্ণ ক্যাপশন প্রদান করেছেন অনেক স্মরণীয় ব্যক্তিবর্গ এবং তাদের সেই ক্যাপশনগুলি সমাজের সাহিত্য চর্চার ক্ষেত্রে এবং সাহিত্যের গুরুত্ব উপলব্ধি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসুন সাহিত্যের সেই ক্যাপশন গুলি আমরা এখান থেকে শিখব এবং বিস্তারিত জানব।

  • যে জিনিসটি আমাকে সত্যি হতাশ করে তাহলো, একটি বই পড়ে শেষ করার মুহূর্তে যখন ইচ্ছে হয়: যদি লেখক আমার কাছের কোন আপনজন হতো যাকে যেকোনো মুহূর্তে ফোন দেয়া যেত কিন্তু এটি খুব কম সময়ই ঘটে থাকে।জে ডি স্যালিঞ্জার
  • শুধুমাত্র খুব দুর্বল মনের মানুষ সাহিত্য এবং কবিতা দ্বারা প্রভাবিত হতো অস্বীকার করে।ক্যাসন্ডরা ক্ল্যার
  • সাহিত্য এবং সঙ্গীত এমন জিনিস প্রকাশ করে যা সপ্তাহে প্রকাশ করা যায় না এবং একই সাথে নিরবতাও প্রকাশ করে না।ভিক্টর হুগো
  • এটি সমস্ত সাহিত্যের সৌন্দর্যের অংশ যখন আপনি আবিষ্কার করছেন যে আপনার আকাঙ্ক্ষাগুলি সর্বজনীন আকাঙ্ক্ষা, যখন আপনি আবিষ্কার করছেন যে আপনি নিঃসঙ্গ নন এবং কারো থেকে বিচ্ছিন্ন নন; আপনি অংশভুক্ত।এফ স্কট ফিজারেল্ড
  • যদি একজন সৈনিক তার শত্রুপক্ষ দ্বারা আটক হয়, আমরা কি পালান তার কর্তব্য বলে মনে করি না? আমরা যদি মনের আত্মার স্বাধীনতাকে মূল্য দেই যদি আমরা স্বাধীনতার পক্ষপাতী হই তাহলে সাহিত্যের দুনিয়ায় পালিয়ে যাওয়া এবং যতদিন সম্ভব আমাদের সাথে নিয়ে যাওয়া আমাদের সাধারন কর্তব্য!– জে আর আর টলকিন
  • সাহিত্যে পারস্পরিক রুচির মিলনের মাধ্যমে গড়া বন্ধুত্বের চেয়ে সুন্দর বন্ধুত্বের এই পৃথিবীতে নেই।পি. জি. উওডহাউস
  • বাস্তব জীবনকে উপেক্ষা করার সবচেয়ে গ্রহণযোগ্য উপায় সাহিত্য।ফার্নান্দো পেসোসা
  • একজন পাঠক বই পড়েন ঠিক সেভাবেই যেভাবে কেউ বাতাসে শ্বাস নেয়, পূরণ করে মনের চাওয়া পাওয়া এবং বাঁচতে শিখে।অ্যানি ডিলার্ড
  • সাহিত্য হল একটি পার্থ বাহিত রোগ; সাধারণত এটি শৈশবে ছড়িয়ে যায়।জেন ইয়লেন
  • সাহিত্য একটি বিলাসিতা; কথাসাহিত্য একটি প্রয়োজনীয়তা।জি কে সেসর্টন
  • রূপক হলো সাহিত্যের সর্বশ্রেষ্ঠ রূপ।আলফ্রেড হিচকক
  • হ্যাঁ এটাই সাহিত্য। এটা সেই লোকেরা যারা আমাদের আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিল, অতীতের বার্তাগুলি তারা আমাদের সামনে পেশ করে গিয়েছিল কবরের ওপার থেকে; আমাদের জীবন মৃত্যু সম্পর্কে বলার চেষ্টা করেছিল তারা! তাদের কথা শোনো।
    • কনি উইলস

সাহিত্য নিয়ে স্ট্যাটাস

সমাজের সাহিত্য নিয়ে স্ট্যাটাস রয়েছে এবং সেই স্ট্যাটাস গুলি কিভাবে গুরুত্ব বহন করতে পারে তা জানতে বিপন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং স্মরণীয় ব্যক্তিদের সাহিত্যের স্ট্যাটাস গুলি আমরা ধারাবাহিকভাবে এখান থেকে জানতে পারবো এবং তাদের সেই স্ট্যাটাস গুলি পড়ে গুরুত্বপূর্ণ অর্থ শিখতে পারবো।

  • গ্রীষ্মের এক মুঠো বিকেল, হাতে চায়ের কাপ এবং অন্তরে সাহিত্যএগুলো আমার কাছে সবসময়ই ইংরেজি ভাষার সবচেয়ে সুন্দর তিনটি শব্দ ছিল।
    • হেনরি জেমস
  • আমি আমার প্রতিটি বইয়ের গন্ধ কেজি চিনি এবং আমার জীবনের সকল ঘটনাকে মনের করার জন্যই আমি বইয়ের গন্ধ নিয়েই হারিয়ে যাই।
    • জর্জ জিসিং
  • সাহিত্য তাকে নতুন জগতে নিয়ে যায় এবং তাকে আশ্চর্যজনক মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যারা উত্তেজনাপূর্ণ এবং ধারাবাহিক জীবন যাপন করে। তিনি জোসেফ কনরাড এর সাথে পুরনো দিনের পালতোলা জাহাজে বেড়াতে যান। তিনি আর্নেস্ট হেমিংওয়ে এর সাথে আফ্রিকা এবং রুডিয়ার্ড কিপলিং এর সাথে ভারত গিয়েছিলেন। তিনি একটি ছোট্ট গ্রামে বসে সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন।
    • রয়াল্ড ডাহাল
  • বাস্তবতা বিজ্ঞান নয়, যেহেতু আমরা ডিকশনারিকে সাহিত্য বলে ডাকতে পারিনা।
    • মার্টিন এফ্ ফিশার
  • শূন্যতায় সাহিত্যের অস্তিত্ব নেই। যেমন সমাজে লেখকদের লেখক হিসেবে তাদের যোগ্যতার ঠিক সমানুপাতিক কাজই তারা করেন। এটি তাদের প্রধান অন্তর শক্তি।
    • এজরা পাউন্ড
  • সাহিত্য হলো সাধারণ মানুষ সম্পর্কে অসাধারণ কিছু আবিষ্কার করার শিল্প; এবং সাধারন কোন শব্দ দিয়ে অসাধারণ কিছু বলা।
    • বরিস পাস্টার্নাক
  • সাহিত্যের একটি অন্তর্নিহিত কাজ তৈরীর জন্য দুটি শক্তিকে একমত হতে হবে; যথামানুষের শক্তি এবং মুহূর্তের শক্তি, এবং মুহূর্ত ছাড়া মানুষ যথার্থ নয়।
    • ম্যাথিউ আরনল্ড
  • সাহিত্য পরিত্যাগ একটি জাতি পরিত্যাগ এর সমতুল্য।
    • জোহান ওলফগ্যাং ভন গোথ
  • একটি থিয়েটার, একটি শৈল্পিক অভিব্যক্তি এবং একটি সাহিত্যিক সৃষ্টির কোন প্রাসঙ্গিকতা নেই, যা তার নিজের উদ্দেশ্যে কখনোই কথা বলেনা; কথা বলে মানুষের উদ্দেশ্যে।
    • দারিও ফো
  • সাহিত্যের অসুবিধা লিখতে নয়, বরং তুমি যা বোঝাতে চাও তা লিখতে; শুধু তোমার পাঠকদের প্রভাবিত করতেই নয়, বরং তাদেরকে তোমার ইচ্ছেমত নাচাতে।
    • রবার্ট লুইস স্টিভেনসন
  • প্রত্যেক মানুষেরই কৃতকার্যহোক সেটা সাহিত্য, হোক সেটা সংগীত কিংবা সেটা ছবি আঁকাই হোক না কেন, তা সবসময়ই তার নিজের প্রতিকৃতি।
    • স্যামুয়েল বাটলার
  • সাহিত্য যদি অংক দ্বারা প্রকাশ করা হয় তবে তা দাঁড়াবে : সাহিত্য= প্রশ্নউত্তর।
    • রোলান্ড বার্থেস
  • সাহিত্য হল যে কোন সমাজে এমন একটি জায়গা যেখানে আমাদের মস্তিষ্কের গোপনীয়তার মধ্যেও আমরা প্রতিটি সম্ভাব্য উপায়ে সব বিষয়ে কথা বলার প্রতিধ্বনি শুনতে পাই।
    • সালমান রুশদি
  • সাহিত্যে যেসব কথা বলা হয় সেগুলো সব সময় একই; যেভাবে বলা হয় সেটাই গুরুত্বপূর্ণ।
    • জর্জ লুইস বর্জেস
  • সাহিত্যের ইতিহাস মানুষের মনের ইতিহাসের সমতুল্য।
    • উইলিয়াম হিকলিং প্রেস্কট

সাহিত্য নিয়ে হুমায়ুন আজাদের বাণী উক্তি

  • সাহিত্যকে নিয়ে হুমায়ুন আজাদ গুরুত্বপূর্ণ কিছু উক্তি এবং বাণী প্রদান করেছেন যা ইতিহাসে স্মরণীয় এবং সবার কাছে জনপ্রিয়।
  • আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে
    • হুমায়ূন আজাদ
  • নিজের নিকৃষ্ট কালে চিরশ্রেষ্ঠ ব্যক্তিদের সঙ্গ পাওয়ার জন্য রয়েছে বই; আর সমকালের নিকৃষ্ট ব্যক্তিদের সঙ্গ পাওয়ার জন্যে রয়েছে টেলিভিশন সংবাদপত্র
    • হুমায়ূন আজাদ
  • রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার দরকার ছিলো না, কিন্তু দরকার ছিলো বাঙলা সাহিত্যের। পুরস্কার না পেলে হিন্দুরা বুঝতো না যে রবীন্দ্রনাথ বড়ো কবি; আর মুসলমানেরা রহিম, করিমকে দাবি করতো বাঙলার শ্রেষ্ঠ কবি হিশেবে
    • হুমায়ূন আজাদ
  • মৌলিকতা হচ্ছে মঞ্চ থেকে দূরে অবস্থান
    • হুমায়ূন আজাদ
  • মানুষ কবিতা অবিচ্ছেদ্য। মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে : কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে।
    • হুমায়ূন আজাদ
  • বাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে বই খুলুন, অবাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে টেলিভিশন খুলুনহুমায়ূন আজাদ
  • কোন বাঙালি আজ পর্যন্ত আত্মজীবনী লেখে নি, কেননা আত্মজীবনী লেখার জন্যে দরকার সততা। বাঙালির আত্মজীবনী হচ্ছে শয়তানের লেখা ফেরেশতার আত্মজীবনী
    • হুমায়ূন আজাদ
  • বাঙলার প্রধান গৌণ লেখকদের মধ্যে পার্থক্য হচ্ছে প্রধানেরা পশ্চিম থেকে প্রচুর ঋণ করেন, আর গৌণরা আবর্তিত হন নিজেদের মৌলিক মূর্খতার মধ্যে
    • হুমায়ূন আজাদ
  • বাঙালি মুসলমানের এক গোত্র মনে করে নজরুলই পৃথিবীর একমাত্র শেষ কবি। তাদের আর কোনো কবির দরকার নেইহুমায়ূন আজাদ
  • বাঙলা, এবং যেকোনো, ভাষার শুদ্ধ বানান লেখার সহজতম উপায় শুদ্ধ বানানটি শিখে নেয়া
    • হুমায়ূন আজাদ
  • হুমায়ূন আজাদ
  • নারী সম্পর্কে আমি একটি বই লিখছি; কয়েকজন মহিলা আমাকে বললেন, অধ্যাপক হয়ে আমার বিষয়ে বই লেখা ঠিক হচ্ছে না। আমি জানতে চাইলাম, কেনো ? তাঁরা বললেন, বিষয়টি অশ্লীল !
    • হুমায়ূন আজাদ
  • নজরুলসাহিত্যের আলোচকেরা সমালোচক নন, তাঁরা নজরুলের মাজারের খাদেম
    • হুমায়ূন আজাদ
  • সংস্কৃতি সাহিত্য ধর্ম সমাজ-হুমায়ূন আজাদ
  • ভিখিরির জীবন মহৎ উপন্যাসের বিষয় তে পারে, কিন্তু রাষ্ট্রপ্রধানদের জীবন সুখপাঠ্য গুজবনামারও অযোগ্য
    • হুমায়ূন আজাদ
  • রবীন্দ্রনাথ এখন বাঙলাদেশের মাটিথেকে নির্বাসিত, তবে আকাশটা তাঁর। বাঙলার আকাশের নাম রবীন্দ্রনাথ।
    • হুমায়ূন আজাদ
  • আমার লেখার যেঅংশ পাঠককে তৃপ্তি দেয়, সেটুকু বর্তমানের জন্যে; আর যেঅংশ তাদের ক্ষুব্ধ করে সেটুকু ভবিষ্যতের জন্য
    • হুমায়ূন আজাদ
  • ঋষি রবীন্দ্রনাথের ছবি দেখলে বাল্যকাল থেকেই তাঁর জন্মাব্দ ১৮৬১র আগে দুটি বর্ণ যোগ করতে আমার ইচ্ছে হয়। বর্ণ দুটি হচ্ছে খ্রিপূ।
    • হুমায়ূন আজাদ
  • কবিতা এখন দুরকম: দালালি, গালাগালি
    • হুমায়ূন আজাদ
  • হুমায়ূন আজাদ
  • বাঙলাদেশের সাহিত্যে আধুনিকতাপর্বের পর কি আসবে আধুনিকতাউত্তরপর্ব ? না। আসতে দেখছি গ্রাম্যতার পর্ব।
    • হুমায়ূন আজাদ
  • অপন্যাস হচ্ছে সেধরনের সাহিত্য, যা বছরেলাখ টন উৎপাদিত লেও সাহিত্যের কোনো উপকার হয় না; আর আধ কেজি উৎপাদিত না লেও কোনো ক্ষতি হয় না।
    • হুমায়ূন আজাদ
  • সত্যজিত যদি ভারতরত্ন হন, তবে বিভূতিভূষণ বিশ্বরত্ন, সভ্যতারত্ন; কিন্তু অসভ্য প্রচারের যুগে মহৎ বিভূতিভূষণকে পৃথিবী কেনো ভারতও চেনে না, চেনে গৌণ সত্যজিৎকে
    • হুমায়ূন আজাদ
  • বিভূতিভূষণের পথের পাঁচালীর পাশে সত্যজিতের চলচিত্রটি খুবই শোচনীয় বস্তু, ওটি তৈরি না লেও ক্ষতি ছিলো না; কিন্তু বিভূতিভূষণ যদি পথের পাঁচালী না লিখতেন, তাহলে ক্ষতি হতো সভ্যতার
    • হুমায়ূন আজাদ

সাহিত্য নিয়ে বঙ্গবন্ধুর উক্তি

দেশের সাধারণ মানুষ, যারা আজও দু:খী, যারা আজও নিরন্তর সংগ্রাম করে বেঁচে আছে, তাদের হাসিকান্না সুখদু:খকে শিল্পসাহিত্যসংস্কৃতির উপজীব্য করার জন্য শিল্পী, সাহিত্যিক সংস্কৃতিসেবীদের প্রতি আহবান জানাচ্ছি।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সাহিত্য নিয়ে রবীন্দ্রনাথের উক্তি

সংসারের কোন কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলে না, সে নিশ্চয়ই ভাল বই লিখিবে- রবীন্দ্রনাথ ঠাকুর

সাহিত্য নিয়ে কবিতা

সাহিত্য আসর

হানিফ আহমেদ লস্কর

আমরা পারবো,

আমরা করবো,

আমরা বাঙালীরূপে নিজের পরিচয় সবার সম্মুখে তুলে ধরবো।

বাধাবিঘ্ন নত হবে, আমারোর কাছে,

ঝড়তুফানকে ভয় করেনা,

কখনো এই তরুণদের দল।

বাংলার ঘরে জনম আমারোর,

সাহিত্য আড্ডা সর্বদা হবে,

বরাকের প্রত্যক ঘরেঘরে।

মাসিক সাহিত্য আসর হবেই,

সোনাই মাধব চন্দ্র দাস কলেজে,

বরাক সাহিত্য আসরে সোনাই সর্বদা শ্রেষ্ঠ আসন লবে।মৃত্যু হবে একদিন

তাহা সত্য না মিথ্যা

নিশ্চয় সবাই জানে।

ঘরে বসে মরার চেয়ে বাংলা সাহিত্য প্রেমিক

হয়ে মরা ভালো।

 

অনেক ছিল বলার

কাজি নজরুল ইসলাম

অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে।

পথ ছিল গো চলার, যদি দুদিন আগে আসতে।

আজকে মহাসাগরস্রোতে

চলেছি দূর পারের পথে

ঝরা পাতা হারায় যথা সেই আঁধারে ভাসতে।

গহন রাতি ডাকে আমায় এলে তুমি আজকে।

কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায় বেলার সাঁঝকে।

আসতে যদি হে অতিথি

ছিল যখন শুকা তিথি

ফুটত চাঁপা, সেদিন যদি চৈতালী চাঁদ হাসতে।

উপসংহার:

উপরোক্ত আলোচনা থেকে সহজে প্রতিমান হয়েছে সাহিত্য মানুষের মনের খোরাক এবং সাহিত্য সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। তাই সাহিত্য নিয়ে স্মরণীয় কবি সাহিত্যিকগণ বিভিন্নভাবে উক্তি প্রদান করেছেন এবং সেই উক্তিগুলোর গুরুত্ব খুবই রয়েছে। যারা সাহিত্য নিয়ে কবি সাহিত্যিকদের সেই উক্তি বাণী ক্যাপশনও স্ট্যাটাস গুলি অনুসন্ধান করেন এবং সংগ্রহ করতে চান তাদের জন্য আজকে আমরা এই পোস্টটি লিখেছি।

Related Articles

Back to top button