লঞ্চ

ঢাকা টু মাদারীপুর লঞ্চ সময়সূচী ও ভাড়া তালিকা ২০২৩

আপনি যদি ঢাকা থেকে মাদারীপুর এলাকার অধিবাসী হয়ে থাকেন এবং ঢাকা থেকে মাদারীপুর পর্যন্ত যে সকল লঞ্চ চলাচল করে সেগুলোর ভাড়ার তালিকা ও সময়সূচী সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্ট থেকে বিস্তারিত জানতে পারবেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো ঢাকা থেকে মাদারীপুর এবং ভাতের বদলে ঢাকা রুটে চলাচলকারী সমস্ত লঞ্চের ভাড়ার তালিকা ও সময়সূচী নিয়ে। দক্ষিণবঙ্গের মানুষের একমাত্র চলাচলের পথ চেয়ে জলপথ লঞ্চের মাধ্যমে। এ অঞ্চলের মানুষ কোন দীর্ঘদিন যাবত লঞ্চের মাধ্যমে 5 থেকে 6 ঘণ্টা পেরিয়ে দিয়ে ঢাকা পৌঁছায় এবং ঢাকা থেকে মাদারীপুর পৌঁছায়।

বাংলাদেশের ঢাকা থেকে মাদারীপুর পর্যন্ত প্রায় প্রতিদিন অনেক ট্রেন চলাচল করে তাদের মধ্যে অন্যতম কয়েকটি ট্রেন।

এমভি তিরিকা 2, এমভি দীপরাজ . এই লঞ্চগুলি বিলাসবহুল এবং দ্রুত। সুতরাং আপনি যদি এই লঞ্চ করে সময়সূচী ও ভাড়া তালিকা অনুসন্ধান করে থাকেন তাহলে নিচে রেখে বিস্তারিত জানতে পারবেন

ঢাকা থেকে মাদারীপুর লঞ্চ এর সময় সূচি

ঢাকা থেকে মাদারীপুর উঠে নিয়মিত চলাচল করে এই লঞ্চ ভাড়ার তালিকা, সময়সূচী ও বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

এম ভি তরীকা–২

এই লঞ্চটি নিয়মিত ঢাকা থেকে মাদারীপুর রুটে চলাচল করে এবং আগাম টিকেট বুক করার জন্য যোগাযোগ নাম্বার রয়েছে এবং নির্দিষ্ট সময় মত চলাচল করে। এই লঞ্চের যাত্রী ধারণক্ষমতা 722 জন।

এম ভি তরীকা–২ যাত্রার সময়:

লঞ্চটি ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে মাদারীপুর উদ্দেশ্যে চার দিন পর পর ছেড়ে যায়। তবে ঈদের সময় একদিন পরপর মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। নিচের সারণিতে

ঢাকা থেকে মাদারীপুর পর্যন্ত সময়সূচী:

ঢাকা থেকে ছাড়ে মাদারীপুর পৌঁছে
০১. সন্ধ্যা ০৭.৪৫ টা সকাল ০৯.০০ টা
০২. মাদারীপুর থেকে  ছাড়ে ঢাকা  পৌঁছে
০৩. দুপুর ০২.০০ টা ভোর ০৫.০০ টা

 ঢাকা মাদারীপুর  রুটে চলাচল করা লঞ্চগুলোর ঢাকা থেকে ছাড়ার সময় ও যোগাযোগ নম্বর নিচে তুলে দেওয়া হল :

লঞ্চের নাম ঢাকা থেকে ছাড়ার সময়
০১. এম.ভি তরীকা-২ সন্ধ্যা ০৭.৪৫
০২. এম.ভি দ্বীপরাজ-৪ সন্ধ্যা ০৭.৪৫

লঞ্চ যোগাযোগ নাম্বার

সদরঘাট অফিসের সাথে যোগাযোগ করা যেতে পারে নিচের যে কোন নাম্বারে।

লঞ্চের নাম মোবাইল নম্বর
০১. এম.ভি তরীকা-২ ০১৭১১৩৪৪৭৫০
০২. এম.ভি দ্বীপরাজ-৪ ০১৭১৬২১৭২৭৬

ঢাকা থেকে মাদারীপুর লঞ্চ  ভাড়ার তালিকা

ঢাকা থেকে মাদারীপুর রুটে চলাচলকারী লঞ্চ গুলি নিয়মিত চলাচল করে থাকেন এবং ঢাকা থেকে মাদারীপুর পর্যন্ত লঞ্চের বিভিন্ন শ্রেণীর টিকিট রয়েছে। সুতরাং বিভিন্ন শ্রেণীতে টিকিটের মূল্য আলাদা আলাদা হয়েছে। সাধারণত তৃতীয় শ্রেণি ভাড়া 200 টাকা এবং অপরদিকে সিঙ্গেল কেবিন ভাড়া 600 টাকা এবং ডাবল কেবিন ভাড়া 1000 টাকা নির্ধারণ করা হয়েছে।

ধারণক্ষমতা  ভাড়া

♦ লঞ্চের কেবিনগুলোতে ধারনক্ষমতার অতিরিক্ত প্রত্যেক যাত্রীর জন্য একটি করে ডেকের টিকেট সংগ্রহ করতে হয়।

শ্রেণী ধারনক্ষমতা ভাড়া
তৃতীয় শ্রেণী (ডেক) ২০০/-
সিংগেল কেবিন ০১ ৬০০/-
ডাবল কেবিন ০২ ১০০০/-

কেবিন বুকিং ব্যবস্থা

ঢাকা থেকে মাদারীপুর এবং মাদারীপুর থেকে ঢাকা রুটে চলাচলকারী সকল লঞ্চের টিকিট বুকিং ব্যবস্থা মোবাইলে কিংবা অনলাইনে করা যায় না। এজন্য যাত্রীকে সরাসরি লঞ্চ থেকে টিকিট বুকিং করতে হয়।

সর্বোপরি বলা হয়েছে ঢাকা থেকে মাদারীপুর রুটে চলাচল করি সকল লঞ্চের ভাড়ার তালিকা ও সময়সূচী আমরা সুন্দর করে উপরের সারণিতে তুলে ধরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যাতায়াতের পথে নির্দিষ্ট সময় সুচি এবং ভাড়া মূল্য তালিকা জানা আমাদের এই পোস্টটি আপনাদের সাহায্য করবে।

Back to top button