বাস

জাহাঙ্গীর পরিবহনের নাটোর কাউন্টার নাম্বার, লোকেশন ও ভাড়ার তালিকা

জাহাঙ্গীর পরিবহন একটি স্থানীয় পরিবহন পরিষেবা যা নন এসি পরিবহন হিসাবে সার্ভিস প্রদান করে। এটি বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি পরিবহন। তবে এই পরিবহনটি ঢাকা ও নাটোরস্য বিভিন্ন জেলাতে সেবা প্রদান করেন।। সাধারণ মানুষের জন্য অর্থাৎ সাশ্রোহী মূল্যে এই পরিবহনের মাধ্যমে দেশের উত্তরবঙ্গ থেকে ঢাকাতে কিংবা ঢাকা থেকে উত্তরবঙ্গের যে কোন জেলাতে যাতায়াত করা যায়। তাই অনেক যাত্রী রয়েছেন যারা জাহাঙ্গীর পরিবহনের মাধ্যমে যাতায়াত করতে ভালোবাসেন এবং আরামবাদ করেন। আবার অনেক নতুন নতুন যাত্রী রয়েছেন যারা জাহাঙ্গীর পরিবহনের কাউন্টার নাম্বার খুঁজেন এবং কাউন্টার লোকেনশন গুলো অনুসন্ধান করে থাকেন।

তবে যার এই পরিবহনে নতুন কিংবা এই পরিবহনের আগাম টিকিট বুক করার জন্য মোবাইল নাম্বার অনুসন্ধান করেন তাদের জন্য এই আর্টিকেলটি লেখা। আপনি এই নিবন্ধ থেকে জাহাঙ্গীর পরিবহনের সকল কাউন্টার নাম্বার অর্থাৎ সকল জেলার কাউন্টার লোকেশন ও মোবাইল নাম্বার জানতে পারবেন।

তাই আজ জাহাঙ্গির পরিবহনের কাউন্টার নাম্বার এবং কাউন্টার লোকেশন সহ বেশ কিছু তথ্য আপনাদের প্রদান করব যাতে আপনি খুব সহজে হাতে লাগালে কাউন্টার গুলো খুঁজে পান এবং কাউন্টার নাম্বারে কল দিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন।

নাটোর বাস কাউন্টার ঠিকানা ও নাম্বার

নাটোর কাউন্টার নাম ও ঠিকানা কাউন্টার ফোন নাম্বার
গোপালপুর বাস কাউন্টার 01729-415244
বনপাড়া বাস কাউন্টার 01713-72595

পরিবহনের বৈশিষ্ট্য ও প্রকৃতি:

এই পরিবহনটি সঠিক সময় কাউন্টার থেকে ত্যাগ করেন এবং সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছায়। যাত্রা পথে যাত্রীদের বিরতি প্রদান করে খাওয়ার জন্য। গাড়িটি আধুনিক মডেলের, ঝকঝকে প্রকৃতির.

জাহাঙ্গীর  পরিবহনে নিয়মাবলী:

এই পরিবহনের কিছু নিয়মাবলী রয়েছে যা যাত্রীদের অবশ্যই মেনে চলতে হবে এবং তার নিম্নে তুলে ধরা হলো:

  • গাড়ি কাউন্টার থেকে ছাড়ার ১৫ মিনিট পূর্বে যাত্রীকে কাউন্টারে উপস্থিত হতে হবে
  • প্রত্যেক যাত্রীকে টিকিট সাথে রাখতে হবে
  • যাত্রীকে নিজের ও মালামাল লকার রাখতে হবে এবং প্রোটিন গ্রহণ করতে হবে।
  • যাত্রীগণকে অবশ্যই তাদের মালামাল ও ব্যাগ নিজ দায়িত্বে বহন করতে হবে।
  • গাড়িতে কোন ধরনের মাদক জাতীয় বা বেআইনি অস্ত্র বহন করা যাবে না
  • যাত্রীকে যাত্রাপথে বিরতিকালে সময়সূচী মেনে গাড়িতে উঠতে হবে।
  • সম্মানিত যাত্রীকে ফিরতি টিকিট আগাম গ্রহণের সুযোগ প্রদান করা হয়ে থাকে
  • যদি কোন যাত্রী টিকিট বাতিল করতে চান তাহলে কাউন্টার কর্তৃপক্ষকে ছয় ঘন্টা জানাতে হবে এবং টিকিটের ১০% কর্তন করা হবে।

Related Articles

Back to top button