ঈদ নিয়ে বাণী, উক্তি ও এসএমএস
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। বছর ঘুরে যখন ঈদের দিন আসে তখন আমাদের মনে আনন্দ উচ্ছাস এর বন্যা বয়ে যায়। আমরা ঈদকে কিভাবে বড় করব এবং পালন করব। ঈদকে পালন করার জন্য আমরা মরিয়া হয়ে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। এজন্য আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদের উক্তি বাণী স্ট্যাটাস এসএমএস খুঁজে। আর এই ঈদের বাণী, উক্তি ও এসএমএস গুলি একে অপরের মাঝে ভাগাভাগি করতে শেয়ার করতে চাই এবং ঈদকে আনন্দ-উচ্ছ্বাসে ভরে তুলতে চাই।
ঈদ মোবারক বাণী / ঈদের বাণী
প্রতিবছর এক বছরের শেষে রমজান পালনের পর আমাদের মাঝে আসে। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশির দিন। আজ এই দিনকে আমরা পালনের জন্য এবং আমার প্রিয় জন ও বন্ধু-বান্ধবসহ পরিবারবর্গ কে ঈদের আমেজ ভাগাভাগি করার জন্য ঈদের বাণী অনুসন্ধান করি। আপনি যদি আপনার প্রিয়জনের সাথে ঈদের আনন্দের আবেগ-অনুভূতি ও উচ্ছ্বাসকে ভাগাভাগি করতে চান তাহলে নিচের বাণী গুলো শেয়ার করে ঈদের আনন্দ কে শেয়ার করতে পারেন.
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।- কাজী নজরুল ইসলাম.
ঈদ নিয়ে এসএমএস
আর মাত্র কয়েকদিন, আছে সবার খুশির দিন. নতুন জামা কিনে নিন, সময় নাই বেশিদিন. বছরের শেষে ঈদ আসে আর এই ঈদকে আমরা একে অপরের মাঝে ভাগাভাগি করার জন্য ঈদ মোবারক এসএমএস অনুসন্ধান করে থাকে। আপনি যদি আপনার প্রিয়জনকে ঈদ মোবারক এস এম এস দিয়ে নিজের আনন্দ ও অনুভূতিকে শেয়ার করতে চান তাহলে নিচের এসএমএস গুলো পাঠিয়ে দিয়ে ঈদ মোবারক শুভেচ্ছা জানিয়ে দিন
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি
ঈদের দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি!
ধর্ম হোক যার যার
উৎসব হোক সবার।
জাতি ধর্ম নির্বিশেষে
খুশি মানাও মিলে মিশে।
সকল মুসলিম ও অমুসলিম ভাইদের
সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
মিষ্টি মুখের মিষ্টি হাসি
বন্ধু তোমায় ভালোবাসি।
খুশির এই এলোরে আজ
সেজেছি তাই নতুন সাজ।
ভালোলাগায় নয়,ভালোবেসে
আমার ঘরে এসো তুমি বন্ধুর রাজার বেশে।
ঈদ মোবারক বন্ধু।
নীল আকাশে ঈদ এর চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত,
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন,
ঈদের দিনটা তোমার হোক রঙিন,
*ঈদ মোবারাক*
ফুলের সুবাসে,মধুর বাতাসে
আজ স্নিগ্ধ শীতলতায়
প্রাণখানি জুড়ায়ে যায়।
প্রিয় তুমি আসিবে
ঈদ সুখে কাটিবে।
ঈদ মোবারক প্রিয়তম।
চিঠি দিয়ে নয়,
ফুল দিয়ে নয়,
কার্ড দিয়ে নয়,
কল দিয়ে নয়,
মনের গভীর থেকে মিষ্টি এসএমএস দিয়ে সবাই কে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক
শুভ রজনী, শুভ দিন,
রাত পোহালেই ঈদের দিন।
উপভোগ করবে সকলে সারাদিন,
ঈদ হবে না প্রতিদিন,
দাওয়াত রইলো ঈদের দিন।
ঈদ মোবারক
যে দিন আকাশে দেখব ঈদ এর চাঁদ,
মেহেদী লাগাবো খুশিতে কাটাব রাত,
নতুন সাজে সাজাব ঈদের দিন,
আজকে হল ঈদের দিন,
আনন্দে কাটাব সারা দিন।
কিছু তারা মিটিমিটি জ্বলছে,
কিছু স্বপ্ন ভেসে চলছে,
একটা চাঁদ আলো ছরাচ্ছে,
একটা রাত নিরব হয়ে গেছে ,
আর একটা বন্ধু তোমাকে মনে করছে ,
আর মন খুলে তোমাকে বলছে …..
ঈদ মোবারক
ঈদের শুভেচ্ছা রাশি রাশি,
তোমার মনটা রাখো সব সময় হাসি খুশি,
গোশত খেও বেশি বেশি,
Miss করিনা গরু খাসি,
দাওয়াত দিলাম আমার বাড়ি,
চলে এসো তুমি তাড়াতাড়ি,
বন্ধু তোমায় বলি
ঈদ মোবারক
শুভ সকাল, শুভ দিন,
রাত পেরূলেই ঈদের দিন।
উপভোগ করবে তুমি ঈদের দিন,
ঈদ পাবে না তুমি বন্ধু প্রতিদিন,
দাওয়াত দিলাম তোমায় ঈদের দিন।
ঈদ মোবারক
ঈদ মানে হাসি,
ঈদ মানে খুশি,
ঈদ মানে অনন্দ,
ভুলে যাও সব দিধা দ্বন্দ্ব,
বছর ঘুরে এলো ঈদ,
খুশির জোয়ারে ভেসে উঠবে
সারা দেশ জনগন।
“ঈদ মুবারক”
রেখেছ কি ঈদের খবর,
আজকে নাকি ঈদুল ফিতর ,
সাজঁবে তুমি,সাজবো আমি,
সাজঁবে তোমার বাড়ী,
দরজা খুলে নাস্তা বেরে রেখো
আমি আসতে পারি,
আমার পক্ষ থেকে,
তোমাকে ঈদের শুভেচ্ছ ।
..ঈদ মোবারক ..
ঈদ নিয়ে কবিতা
ঈদের কবিতা
ঈদের খুশির বার্তা নিয়ে
এসেছি তোমার কাছে
জানিয়ে যাই এক ফালি চাঁদ
আকাশে দেখা গেছে
সময় অনেক কম বন্ধু
যেতে হবে অনেক বাড়ি
কালকে খুশির ঈদ হবে
খবর পৌঁছাতে হবে তাড়াতাড়ি
পারলে তুমি এসো বন্ধু
আমার বাড়ির আঙিনায়
আপন করে নেবো তোমায়
ঈদের খুশির ছোঁয়ায়
ঈদ
অধ্যাপক গোপাল কুমার দাস
একটি বছর পরে,
ঈদ আসে ঘরে ঘরে,
আনন্দের বন্যায় ভাসে,
ইসলাম জাহান ইবাদত করে।
একটি মাস তারা,
করে সিয়াম সাধনা,
ছোট-বড় সবার মাঝে,
নাইকো অবহেলা।
নামাজের সময় নামাজ পড়া,
কেউ করে না অবহেলা,
আযানের ধ্বনি, শুনলে তাদের,
মন করে উতলা।
ঈদের দিনে ঘরে ঘরে,
আনন্দের উৎসব চলে,
সেমাই রুটি-হালুয়া খেয়ে,
ঈদ উৎসব পালন করে,
নতুন পোশাক পরিধান করি,
ঈদের আনন্দ ভাগাভাগি করি,
কি গরীব,কি ধনী,
সবাই মিলে ঈদের কোলাকুলি করি।
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
একে অপরের পাশে বসে,
দুই হাত তুলে মুনাজাত করি,
ঈদের আগমনে সকলের কাছে শুভেচ্ছা তুলে ধরি।
আরো দেখুনঃ