ভালোবাসা দিবসের কবিতা। ভালোবাসা দিবসের নতুন কবিতা
ভালোবাসা দিবস মানে 14 ফেব্রুয়ারি। প্রতিবছর পৃথিবী ছেড়ে ভালোবাসা দিবস পালন হয়ে থাকে। বিপলোচন বিপন্নভাবে ভালোবাসা দিবসের পালন করে থাকে। কেউ ফুল উপহার দিয়ে কেউ বা কারো উপহার দিয়ে ভালোবাসা দিবস পালন করে। আবার কেউবা প্রিয় মানুষকে কবিতার শুনিয়ে ভালোবাসা দিবস পালন করেন। তাই অনেক প্রেমিক রয়েছে তারা ভালোবাসা দিবসের কবিতা অনুসন্ধান করেন তাদের প্রিয় মানুষকে শোনার জন্য এবং ভালোবাসা দিবসের নতুন নতুন কবিতা ডাউনলোড করতে চান।
তাই তাদের উদ্দেশ্য আজ আমরা ভালোবাসা দিবসের নতুন এবং ভালোবাসা দিবসের কিছু রোমান্টিক কবিতা এই নিবন্ধের সংযুক্ত করেছি। যে কেউ খুব সহজেই আমাদের এই ওয়েবসাইট থেকে ভালোবাসা দিবসের কবিতা গুলি সংগ্রহ করতে পারবেন।
ভালোবাসা দিবসের কবিতা
যারা ভালোবাসা দিবসের কবিতা অনুসন্ধান করেন এবং কবিতাগুলি বেশি পছন্দ করেন তাদের জন্য আজ আমরা কিছু ভালোবাসা দিবসের কবিতা এখানে সংযুক্ত করেছে। যারা কবিতাকে বেশি ভালোবাসেন তারা এই কবিতা গুলি পড়ুন।
ভালবাসা দিবস
– মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
আজ পৃথিবী সজ্জিত
ফুলের গন্ধে মুখরিত,
রাজপথে, পার্কে তরুণ–তরুণীর দল,
সবার হাতে আজ গোলাপ ফুল।
বয়ে যাচ্ছে তাদের মনে ভালবাসার
জোয়ার,
আজ খোলা সত্যিই খোলা আবেগের
দোয়ার।
বিবেকহীন আবেগে দ্রুত বেগে
হচ্ছে ভালবাসার বহিঃপ্রকাশ,
চোখের কালো চশমায় দেখে না
আশপাশ।
আজ নাকি সুপ্ত মনেও ভালাবাসার বাস।
ভালবাসায় কেউ দগ্ধ, কেউ মুগ্ধ
কেউ একদমই অন্ধ,
ভালবাসা কি আবেগ নাকি ত্যাগ,
নাকি বহো দিনের চাওয়া ফুলের গন্ধ।
তোমরা কি জান ভ্যালেন্টাইন কে?
কেন আজ এত সব,
কেন আজ তরুণ–তরুণীদের মনে বিবেকহীন
উৎসব?
উৎসর্গ করেছিল প্রাণ, রেখেছিল
ভালবাসার মান।
সেই ভ্যালেন্টাইন যাকে নিয়ে এত
গান।
আজ পৃথিবী সজ্জিত
ফুলের গন্ধে মুখরিত,
রাজপথে, পার্কে তরুণ–তরুণীর ঢল,
কিন্তু কেউ মুছে দেয়নি দুখিনীর
চোখের জল।
কিন্তু কেউ আসে নি তাদের পাশে,
কেউতো দেয়নি স্বান্তনা একটু
ভালবেসে।
ফুল পাওয়ার আশায় পেল ফুলের কাটা,
আজ সত্যিই ঘৃণা করে তারা ভালবাসার
কথাটা।
লাঞ্চিত নিপীরিত, দুঃখে জর্জরিত
মানুষের পক্ষ থেকে আমি অধম,
তবুও আজ ভালবাসা দিবস তোমাকে
জানায় স্বাগতম।।।।
ভালোবাসা দিবসের নতুন কবিতা
ভালোবাসা দিবস উপলক্ষে যারা নতুন নতুন কবিতা সংগ্রহ করতে চান এবং তাদের প্রিয়জনকে নতুন নতুন কবিতা উপহার দিতে চান তাদের জন্য এখানে কিছু ভালোবাসা দিবসের রোমান্টিক এবং নতুন কবিতা রয়েছে এখান থেকে সংগ্রহ করতে পারবেন|
ভালোবাসা দিবসের নতুন কবিতা-
লিখেছেন-পিঞ্জিরা খানম
সত্যি করে বলোতো সখি ভালোবাসা দিবস কোনটা?
দূর বোকা তাও জানোরা ফেব্রুয়ারির চৌদ্দ; তারিখটা।
জানিরে জানি সবি জানি শুধু পারি না বলতে,
বলার জন্য মন দিয়েছে দেয়নি তো কাউকে বুঝাতে।
পঁচিশটা বছর হেঁটে চলেছি বলেনি তো কেউ ভুলেও,
দাড়াও পথিক একটু বোসো কথা আছে শুনে যেও-
আমাকে তোমার সঙ্গে নিবে, নিবে আমার মধুর হাসি,
যে হাসিটা তুমি দিয়েছো দেখেছে নদীর জল রাশি।
তুমি আসলে মনের অরণ্যে গজায় সবুজ পাতা,
পাখিরা সব গেয়ে শোনায় বসন্তেরই বার্তা।
ফুলের কানে ভ্রমর বলে আসছি আমি উড়ে-
ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ ভালোবাসতে শুধু তোরে।
কেউ বলেনি এমন করে ভালোবাসার কথা,
তাইতো আমি ভুলতেছিলাম ভ্যালেন্টাইন’স ডে’টা।
দুর থেকে ঐ মা-মানি আজ ফোনে শুধায় খোকা-
কেমন আছিস সোনা আমার ভালো আছিস কি না?
ভ্যালেন্টাইন’স ডে আজ মাগো আসছি আমি ছুটে-
ভালোবাসি বলে তোমার দুঃখ যাবে টুটে।
মা বললো-বোকা ছেলে ভুলে গেছিস কথা
ভালোবাসি বলতে কোন সময় লাগে না,
ভালো যারা বাসতে জানে আল্লাহর সেরা সৃষ্টি
দীন-দরিদ্র দুখী, পাপী সবাইকে ভালো বাসবি।
ভালোবেসে জয় করা যায় পৃথিবীর মহাকাল-
ধন্যবাদ চৌদ্দ ফেব্রুয়ারি যে দিয়েছে ভালোবাসার বোল।
আনকমন কবিতা
আপনি কি আনকমন ভালোবাসার কবিতা অনুসন্ধান করছেন?. আপনি আমাদের এই আর্টিকেল থেকে কিছু আনকমন কবিতা পাবেন এবং এই কবিতাগুলি আপনি আপনার প্রিয়জনকে উপহার দিতে পারবেন. সবাই সব সময় চায় আনকমন কবিতা বলি কিভাবে সংগ্রহ করা যায় এবং তাদের প্রিয় মানুষকে সে কবিতাগুলো উপহার দিয়ে ভালোবাসা কিভাবে পাওয়া যায়.
একটু দাড়াবে কি ?
সুখের পরশমাখা এক ঘটি জল নিয়ে,
কোন মোহ ছাড়াই একখানি বিমুগ্ধ প্রতিদানের আশায় ,
আমার জন্য, শুধুই আমার জন্য থাকবে অপেক্ষায়,
করবে কি রাত্রি যাপন নির্ঘুম ঐ দু’চোখে,
জোস্না রাতে নুপুরের ঝড়-তোলা সুরে কি ডাকবে তুমি আমায় ?
একটু দাড়াবে কি?
একখানি স্বপ্ন ছোঁয়ার ইচ্ছে নিয়ে,
অবাক চোখে চেয়ে থাকা স্বপ্নবাজের কাছে,
দেবে কি কিছু স্বপ্ন উপহার আমায় ?
স্বপ্নের মায়ায় যতনে জড়িয়ে রেখে,
স্বপ্নচূড়ার স্বপ্নকে খুজে নেবে আমার মাঝে …
একটু দাড়াবে কি ?
ধরবে কি হাত আমার ,
দেবে কি তোমার ভেঁজা অধরের মিষ্টি হাসি ,
কিছু কথা কি কইবে সখী মোর সনে,
কবিতার ছন্দ মার খাবে যে কথায়,
গাইবে কি একখানি গান আমায় নিয়ে?
হোক না বেসুরো অযথাই …
একটু দাড়াবে কি?
শুনবে কি আমার মনের ব্যথা ,
নিভিয়ে দেবে জ্বালাময় তপ্ত অগ্নিশিখা ?
ভালবাসার বর্ষণের ঢলে ভিজবে মোর সাথে,
দেখবে কি নগ্ন পায়ে শিশিরভেজা ঘাসের মিলন,
আর, মুছে দেবে নীল রঙ্গা দু:খটাকে ?
একটু দাড়াবে কি?
দাড়াও না একটু ,
শোনই না আমার কথা ,
বাসো না একটু ভাল অযথাই,
ছড়িয়ে দাও ভালবাসার রংধনু আকাশের ঐ নীলিমায়।
ভালোবাসার কবিতা
ভালোবাসা দিবসের অনেক কবিতা রয়েছে কিন্তু মন জুড়ানো কবিতা গুলি খুবই কম। যে কবিতা গুলি প্রিয়জনকে শুনালে কিংবা যে কবিতা গুলি একটা কঠিন অথবা ভালোবাসা দিবসকে প্রভাবিত করে সে কবিতাগুলি আজ আমরা সংগ্রহ করেছি এবং আপনাদের জন্য এখানে সংযুক্ত করেছি।
বুক ভরা ভালোবাসা
মনসুর আজিজ
যদি নিতে চাও দিতে পারি বুক ভরা ভালোবাসা নদী
দিতে পারি চরাচর, পরিপাটি সবুজের সম্ভার
তরু বীথিকা স্বচ্ছ হীরক নিটোল দিঘির জল
যদি নিতে চাও দিতে পারি খোপায় গুঁজে
কামিনী গোলাপ বেলী জুঁই চামেলী
বকুলের মালা গলায় জড়িয়ে দিতে পারি; নিতে যদি চাও
বাবুইয়ের বাসা ভরা গান দিতে পারি; নিতে যদি চাও
লাল শাড়ি নীল পেড়ে রূপোর নূপুর রিনিঝিনি চুড়ি
আলতা রাঙানো পথ করে দিতে পারি; নিতে যদি চাও
যদি নিতে চাও, দিতে পারি সুরেলা বাঁশি
গয়না নাওয়ের ছইয়ে বসে ঢুলু ঢুলু মন
বালিহাঁস শটিবন পলি ভরা চর
কুলু কুলু ধ্বনি, পাড় ঘেঁষে সারি সারি গাঁও
ঘরবাড়ি গেরস্থালি উঠোন জুড়ে হাঁসের ছানার ছুটোছুটি
যদি নিতে চাও দিতে পারি দুহাতে যুগল পায়রা
উড়াতেও পারো, মেঘ কেটে নীল নীল সুনীল আকাশে
ভালোবাসার গল্প কবিতা
ভালোবাসার মন ফাগুনে,
তোমার জন্য সুর বুনেছি।
সুরের সাথে তাল সাজিয়ে,
ছোট্ট একটি গান লিখেছি।
গানের ভাষায়, মনের আশায়
তোমার একটা নাম রেখেছি।
নামের সাথে যতন করে,
তোমায় অনেক ভালোবেসেছি।
মনের মাঝে শুধুই তুমি,
বাঁধানো সুখের বাগান,
সাজিয়ে গুছিয়ে রাখবো যে তা
রেখে বাজি নিজের প্রাণ।
থেকো পাশে হাতটি ধরে,
মন পাঁজরে রেখো।
সারা জীবন আপন ভেবে,
আমার হয়ে থেকো।
জীবন তরীর মাঝ সমুদ্রে,
ঢেউ যদি কভু আসে,
দুজন মিলে পাড়ি দেবো,
আমরা মিলে মিশে।
তুমি আমার রাতের আকাশের
উজ্জ্বল সুখতারা,
থাকবো দুজন খুশিতে এমন
হয়ে পাগলপাড়া।
ভালোবাসার অপর নাম,
তোমার নামেই লিখে নিলাম,
মুক্ত আকাশের চিলেকোঠায়
স্বর্ণাক্ষরে গেঁথে দিলাম।
পাশে থাকার কবিতা
ভালোবাসা দিবস পালন করার জন্য প্রেমিক প্রেমিকাকে পাশে থাকার পর কিছু কবিতা শোনাতে পারেন এবং যে কবিতা গুলো শুনলে প্রেমিকার মন ভালো হবে এবং প্রেমিককে বেশি ভালবাসবে।
বিশ্ব ভালোবাসা দিবসে
– শাফিউল কায়েস
বিশ্বভালোবাসা দিবসে,
আবার নতুন করে বলবো
তোমাকে আমি ভালোবাসি।
বিশ্বভালোবাসা দিবসে,
তোমাকে নিয়ে চলবো ভালোবাসার নতুন পথে।
বিশ্বভালোবাসা দিবসে,
তোমার কোমল দুটি হাত ধরে হাটবো আমি।
বিশ্বভালোবাসা দিবসে,
তোমাকে নিয়ে ঘুরবো পরিচিত জায়গাগুলোতে।
বিশ্বভালোবাসা দিবসে,
সকল কবিতা তোমার জন্য।
বিশ্বভালোবাসা দিবসে,
আমার সকল ভালোবাসা শুধু তোমার জন্য।
আমি নিস্বার্থের মতো ভালোবাসি তোমাকে,
কোন কিছু পাওয়ার আশায় তোমাকে আমি ভালোবাসি নি।
আজকের এইদিনে চিৎকার করে বলতে পারি,
“শুধু আমি তোমাকে ভালোবাসি“
ভালোবাসা দিবসে
তোমার কাছে একটি চাওয়া
“তুমি আমাকে ছেড়ে কখনো,
নতুন কোন হাত ধরে চলে যেওয়না“
ভালবাসা দিবসে
ইন্তিখাব আলম
ভালবাসা দিবসে তোমাকে লাল, গোলাপি, হলুদ রঙ মাখিয়ে বসন্তের সৌরভে
গোধূলি বেলায় একমুঠো রোদ কুড়াবো।
তুমি আসবে না, আমার সঙ্গে একটু সঙ্গ দিবে না, তোমার সঙ্গে প্রেমের জোয়ারে নিজেকে ভাসাতাম।
বসন্তের রুপোলী শাড়ী পরে, কপালে লাল টিপ দিয়ে, আলুথালু চুলে বসন্তের পরী হয়ে
ভালবাসা দিবসে আমাকে আপন করে নিতে পার না।
চলো না একটু বদলে যায়, নতুন রুপে এই দিনে, ভালবাসার আগুনে ঝাঁপ দিই।
ফাগুনের গাছে গাছে দেখো কত নতুন কুঁড়ি রা এসেছে, কত ফুলে ফুলে ভ্রমরা তাদের প্রেম ছড়িয়ে দিচ্ছে নৈশব্দে।
চলো না একগুচ্ছ লাল গোলাপে প্রেম ছড়িয়ে দিই এই বসন্তের সৌরভে।
শুনেছি ভালবাসা দিবসে আগত প্রেম,
কেউ ফিরিয়ে দেয় না, আসা করি তুমিও দেবে না আমার প্রেম ফিরিয়ে।