বন অধিদপ্তর পরিষদ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-পদ সংখ্যা ৪৬টি
বন অধিদপ্তর রাজস্ব খাতে অস্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে লোকে নিয়োগ করা হবে। উক্ত পদে আবেদন শুরু ০১-১২– ২০২২ থেকে ২২-১২-২০২২ পর্যন্ত। উক্ত পদের একজন অগ্রিক প্রার্থী হিসেবে আবেদন করার সকল তথ্য নিচে ধারাবাহিকভাবে পাবেন।
বন অধিদপ্তর নিয়োগ ২০২২
নিচে বিজ্ঞপ্তি অনুযায়ী সকল তথ্য জানতে পারবেন এবং উক্ত সময়ের মধ্যে আবেদন করুন।
০১. | প্রতিষ্ঠানের নাম | বন অধিদপ্তর |
০২. | চাকরির ধরন | সরকারি চাকরি |
০৩. | পদের ধরন | 2 ক্যাটাগরী পদ |
০৪. | আবেদনের মাধ্যম | সরাসরি/ডাকযোগে |
০৫. | জেলা | নির্দিষ্ট জেলা |
০৬. | বয়স সীমা | ১৮ থেকে ৩০ বছর |
০৭. | শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক -স্নাতক ডিগ্রী |
০৮. | আবেদন শুরুর তারিখ | ০১ /১২/ ২০২২ |
০৯. | আবেদনের শেষ তারিখ | ২২/ ১২/ ২০২২ |
১০. | ওয়েবসাইট | http://www.bforest.gov.bd |
১১. | পদের সংখ্যা | ৪৬জন |
১২. | বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৩০ নভেম্বর ২০২২ |
১৩. | বিজ্ঞপ্তি প্রকাশ সূত্র | অনলাইনে |
বন অধিদপ্তর ০২ পদে বিজ্ঞপ্তি ২০২২
নিচে সকল পদের নাম, পদের সংখ্যা, বেতন ও আবেদনের যোগ্যতা সহ বিস্তারিত তথ্য প্রদান করা হলো:
১। পদের নামঃ ফরেস্ট গার্ড
পদ সংখ্যা | ৪১ টি |
বেতন | ৯০০০-২১৮০০ টাকা |
আবেদনের যোগ্যতা | এইচএসসি |
অভিজ্ঞতা | – |
২। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যা | ০৫ টি |
বেতন | ৯০০০-২১৮০০ টাকা |
আবেদনের যোগ্যতা | এসএসসি পাশ |
অভিজ্ঞতা | – |
বন অধিদপ্তর আবেদনের নিয়ম:
বন অধিদপ্তর ওয়েবসাইট (http://www.bfdkc.teletalk.com.bd) থেকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে সাবমিট করতে হবে এবং আবেদনের ফি পরিশোধ করতে হবে।
বন অধিদপ্তর আবেদন করার লিঙ্ক
বন অধিদপ্তর ওয়েবসাইট লিংকে (http://www.bfdkc.teletalk.com.bd) থেকে আবেদন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে: http://www.bfdkc.teletalk.com.bd
আবেদন শুরু ও শেষ তারিখ
- সকল পদের জন্য আবেদন শুরুর তারিখ হচ্ছে: ০১/১২/ ২০২২
- আবেদনের শেষ তারিখ: 22/১২/২০২২
- আবেদনের মাধ্যম: অনলাইনে
বন অধিদপ্তর চাকরির সার্কুলার ফরম ২০২২
বন অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ও আবেদন ফরম পেতে নিচের লিংকে ক্লিক করুন।
http://www.bfdkc.teletalk.com.bd
নিয়োগ সংক্রান্ত শর্তাবলী
- একজন প্রার্থী একাধিক হতে আবেদন করতে পারবেন না
- কোন সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- অনলাইন আবেদনপত্র গ্রহণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ১ /১২ /২০২২ সকাল দশটা থেকে.
- অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২/১২-২০২২ বিকাল ৫ টা পর্যন্ত
ক.আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল স্বামীর সনদপত্র আনতে হবে.
খ. জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ
গ. চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব
ঘ. এতিম শারীরিক প্রতিবন্ধ হলে সার্টিফিকেট.
ঙ. মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদপত্র.