খেলাধুলা

ফিফা কাতার বিশ্বকাপ 2022 সময়সূচি: বাংলাদেশের সময় অনুযায়ী কবে, কখন এবং কোথায় খেলা হবে?

ফিফা কাতার বিশ্বকাপ 2022 সময়সূচি বাংলাদেশ সময় সূচি অনুযায়ী কখন কোথায় এবং খেলা অনুষ্ঠিত হবে: ফুটবল জগতের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ফুটবল আসরের নাম ফিফা ফুটবল বিশ্বকাপ. প্রতি চার বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। এই নিয়ম অনুযায়ী 2022 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে এশিয়ার দেশ কাতারে। 2022 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলে 32 টা দেশ অংশগ্রহণ করবে এবং আটটি গ্রুপে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হবে। আগামী 21 শে নভেম্বর ২০২২ তারিখ থেকে খেলা শুরু হবে। এবারের বিশ্বকাপ ফুটবল কাতারের দশটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বের মধ্যে 32 টি দেশ একলা অংশগ্রহণ করবে এবং মোট 71 টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ আসরে জনপ্রিয়তম খেলাগুলো সারা বিশ্বের মানুষ উপভোগ করবে। তবে বাংলাদেশে সময়সূচি অনুযায়ী বিশ্বকাপ ফুটবলের সময় সূচি কখন কোথায় অনুষ্ঠিত হবে তা অনুসন্ধান করে থাকে। মনে রেখো যে কাতারের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য তিন ঘন্টা। তাই বাংলাদেশের দর্শক হিসেবে যারা এই খেলা গুলো উপভোগ করতে চান এবং বিশ্বকাপ ফুটবলের সময় সূচি বিস্তারিত জানতে চান তাদের জন্য এই পোস্টটি।

কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২

কাতার বিশ্বকাপ ফুটবল 2022 অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর, ২০২২ থেকে। ইতিমধ্যে অর্থাৎ ০২ এপ্রিল ২০২২ তারিখে কাতার বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে. কাতার বিশ্বকাপের সময়সূচি অনুযায়ী 2022 সালের কাতার বিশ্বকাপের খেলা শুরু হবে 21 শে নভেম্বর থেকে. এবং এই বিশ্বকাপ খেলা 14 ডিসেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে শেষ হবে. এই বিশ্বকাপে এবারে 32 টি দল অংশগ্রহণ করবে এবং 71 টি ম্যাচ অনুষ্ঠিত হবে. তবে বিস্তারিত আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন.

কাতার বিশ্বকাপ গ্রুপ 2022

2022 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে এবং 32 টি দেশকে মোট আটটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। উক্ত প্রতিটি গ্রুপে মোট চারটি করে দল অংশগ্রহণ করবেন। ইউরোপ, এশিয়া, আমেরিকা আফ্রিকা মহাদেশ থেকে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দল কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করবে। নিশি বিস্তারিত এবং ধারাবাহিকভাবে 2022 সালের বিশ্বকাপের গ্রুপ এবং দল গুলোর তালিকা ও চিত্র তুলে ধরা হলো।

ফিফা বিশ্বকাপ ফুটবল গ্রুপ ও দল 2022:

SL

গ্রুপ নাম

দলের নাম

০১. গ্রুপ-এ কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।
০২. গ্রুপ-বি ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন (ইউরো প্লে-অফ)।

 

০৩. গ্রুপ-সি আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

 

০৪. গ্রুপ-ডি ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত (প্লে-অফ ১)।
০৫ গ্রুপ-ই স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড (প্লে-অফ ২)।
।০৬ গ্রুপ-এফ বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।
০৭. গ্রুপ-জি ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।
০৮. গ্রুপ-এইচ : পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

বাংলাদেশ সময় অনুযায়ী কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি:

গ্রুপ পর্ব- 
*(রাত ১টার খেলা দিবাগত রাতের হিসেবে) 

তারিখ ম্যাচ বাংলাদেশ সময় 
২১ নভেম্বর কাতার-ইকুয়েডর রাত ১০টা
২১ নভেম্বর ইংল্যান্ড-ইরান সন্ধ্যা ৭টা
২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস বিকেল ৪টা
২১ নভেম্বর যুক্তরাষ্ট্র-ওয়েলস রাত ১টা
২২ নভেম্বর ডেনমার্ক-তিউনিসিয়া সন্ধ্যা ৭টা
২২ নভেম্বর ফ্রান্স-পেরু/অস্ট্রেলিয়া/ সংযুক্ত আরব আমিরাত রাত ১টা
২২ নভেম্বর মেক্সিকো-পোল্যান্ড রাত ১০টা
২২ নভেম্বর  আর্জেন্টিনাসৌদি আরব বিকেল ৪টা
২৩ নভেম্বর স্পেন-কোস্টারিকা/নিউজিল্যান্ড রাত ১০টা
২৩ নভেম্বর বেলজিয়াম-কানাডা সন্ধ্যা ৭টা
২৩ নভেম্বর জার্মানি-জাপান সন্ধ্যা ৭টা
২৩ নভেম্বর মরক্কো-ক্রোয়েশিয়া বিকেল ৪টা
২৪ নভেম্বর উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া সন্ধ্যা ৭টা
২৪ নভেম্বর পর্তুগালঘানা রাত ১০টা
২৪ নভেম্বর সুইজারল্যান্ড-ক্যামেরুন বিকেল ৪টা
২৪ নভেম্বর ব্রাজিলসার্বিয়া রাত ১টা
২৫ নভেম্বর ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র রাত ১টা
২৫ নভেম্বর কাতার-সেনেগাল সন্ধ্যা ৭টা
২৫ নভেম্বর ওয়েলস-ইরান বিকেল ৪টা
২৫ নভেম্বর নেদারল্যান্ডস-ইকুয়েডর রাত ১০টা
২৬ নভেম্বর পোল্যান্ড-সৌদি আরব সন্ধ্যা ৭টা
২৬ নভেম্বর  আর্জেন্টিনামেক্সিকো রাত ১টা
২৬ নভেম্বর তিউনিসিয়া-পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত বিকেল ৪টা
২৬ নভেম্বর ফ্রান্স-ডেনমার্ক রাত ১০টা
২৭ নভেম্বর বেলজিয়াম-মরক্কো সন্ধ্যা ৭টা
২৭ নভেম্বর স্পেন-জার্মানি রাত ১টা
২৭ নভেম্বর ক্রোয়েশিয়া-কানাডা রাত ১০টা
২৭ নভেম্বর জাপান-কোস্টারিকা/নিউজিল্যান্ড বিকেল ৪টা
২৮ নভেম্বর  ব্রাজিলসুইজারল্যান্ড রাত ১০টা
২৮ নভেম্বর দক্ষিণ কোরিয়া- ঘানা সন্ধ্যা ৭টা
২৮ নভেম্বর ক্যামেরুন-সার্বিয়া বিকেল ৪টা
২৮ নভেম্বর  পর্তুগালউরুগুয়ে রাত ১টা
২৯ নভেম্বর নেদারল্যান্ডস-কাতার রাত ৯টা
২৯ নভেম্বর ওয়েলস-ইংল্যান্ড রাত ১টা
২৯ নভেম্বর ইকুয়েডর-সেনেগাল রাত ৯টা
২৯ নভেম্বর ইরান-যুক্তরাষ্ট্র রাত ১টা
৩০ নভেম্বর পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত-ডেনমার্ক রাত ৯টা
৩০ নভেম্বর তিউনিসিয়া-ফ্রান্স রাত ৯টা
৩০ নভেম্বর সৌদি আরব-মেক্সিকো রাত ১টা
৩০ নভেম্বর পোল্যান্ডআর্জেন্টিনা রাত ১টা
১ ডিসেম্বর জাপান-স্পেন রাত ১টা
১ ডিসেম্বর ক্রোয়েশিয়া-বেলজিয়াম রাত ৯টা
১ ডিসেম্বর কোস্টারিকা/নিউজিল্যান্ড-জার্মানি রাত ১টা
১ ডিসেম্বর কানাডা- মরক্কো রাত ৯টা
২ ডিসেম্বর ঘানা-উরুগুয়ে রাত ৯টা
ডিসেম্বর দক্ষিণ কোরিয়াপর্তুগাল রাত ৯টা
২ ডিসেম্বর সার্বিয়া-সুইজারল্যান্ড রাত ১টা
ডিসেম্বর ক্যামেরুনব্রাজিল রাত ১টা

দ্বিতীয় রাউন্ড (নকআউট পর্ব

তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
৩ ডিসেম্বর এ১-বি২ রাত ৯টা
৩ ডিসেম্বর সি১-ডি২ রাত ১টা
৪ ডিসেম্বর ডি১-সি২ রাত ৯টা
৪ ডিসেম্বর বি১-এ২ রাত ১টা
৫ ডিসেম্বর ই১-এফ২ রাত ৯টা
৫ ডিসেম্বর জি১-এইচ২ রাত ১টা
৬ ডিসেম্বর এফ১-ই২ রাত ৯টা
৬ ডিসেম্বর এইচ১-জি২ রাত ১টা

কোয়ার্টার ফাইনাল    

তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
৯ ডিসেম্বর ই১-এফ২ জয়ী বনাম জি১-এইচ২ জয়ী রাত ৯টা
৯ ডিসেম্বর এ১-বি২ জয়ী বনাম সি১-ডি২ জয়ী রাত ১টা
১০ ডিসেম্বর এফ১-ই২ জয়ী বনাম এইচ১-জি২ জয়ী রাত ৯টা
১০ ডিসেম্বর বি১-এ২ জয়ী  বনাম ডি১-সি২ জয়ী রাত ১টা

সেমিফাইনাল 

তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
১৩ ডিসেম্বর ৯ ডিসেম্বরের খেলার বিজয় দুই দল রাত ১টা
১৪ ডিসেম্বর ১০  ডিসেম্বরের খেলার বিজয় দুই দল রাত ১টা

তৃতীয় স্থান    
১৭ ডিসেম্বর রাত ৯টা    দুই সেমিফাইনালের পরাজিত দল

ফাইনাল 

১৮ ডিসেম্বররাত ৯টা : সেমিফাইনালের দুই বিজয়ী দল। 

ইউরোপ মহাদেশ থেকে অংশগ্রহণ করবে 13 টি দেশ

ইউরোপ থেকে ফিফা বিশ্বকাপ ফুটবল 2022 অংশগ্রহণ করবে 13 টি দেশ। তবে ইতিমধ্যে 12 টি দল নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপ ফুটবলে।

 ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, পোল্যান্ড, সার্বিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, ডেনমার্ক। বাকি তিনটি দল স্কটল্যান্ড অথবা ওয়়েলস, অথবা ইউক্রেনে এই তিনটি দল থেকে একটি দল নিশ্চিত করবে বিশ্বকাপে।

লাতিন আমেরিকা থেকে অংশগ্রহণ করবে পাঁচটি দেশ

2022 সালের কাতার বিশ্বকাপ ফুটবলে লাতিন আমেরিকা থেকে মোট পাঁচটি দেশ অংশগ্রহণ করবে।

এখান থেকে ৫ টি দল বিশ্বকাপ খেলতে পারবে। নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে, আর একটি টি দল অংশগ্রহণ করবে। তারা হলো পেরু অথবা অস্ট্রেলিয়া অথবা আরব আমিরাত এই তিনটি দল থেকে একটি দল কাতার বিশ্বকাপে খেলতে পারবে।

আমেরিকা থেকে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করবে চারটি দেশ

এবারে জানার বিষয় আমেরিকা থেকে কোন চারটি দেশ এবার কাতার বিশ্বকাপ ফুটবল অংশগ্রহণ করবে। এবার কাতার বিশ্বকাপ ফুটবলে 433 নিশ্চিত করেছে আর সেই চারটি দেশের নাম হল

কানাডা, যুক্তরাষ্ট্র, পানামা, মেক্সিকো ।

আফ্রিকা থেকে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করবে পাঁচটি দেশ

এবার জানার বিষয় হল আফ্রিকা মহাদেশ থেকে এবার কাতার বিশ্বকাপ ফুটবলে পাঁচটি দেশ অংশগ্রহণ করবে এবং কোন পাঁচটি দেশ এবার বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে তার নাম ও তালিকা নিচে থেকে জানা যাবে

যে ৫ টি দল বিশ্বকাপ ফুটবলে যায়গায় নিশ্চিত করেছে তারা হলো মরোক্কো, ক্যামেরুন, সেনেগাল, তিউনিশিয়া এবং ঘানা।

এশিয়া থেকে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করবে পাঁচটি দেশ

এশিয়া মহাদেশ থেকে কাতার বিশ্বকাপ ফুটবল 2022 এ পাঁচটি দেশ অংশগ্রহণ করবে তবে কোন পাঁচটি দেশ অংশগ্রহণ করবে তা জানা দরকার। তাই এবার যে পাঁচটি দেশ অংশগ্রহণ করবে তার মধ্যে চারটি নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপে। চারটি দল হল

দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, ইরান, । বাকি একটি দল প্লে অফ বাছাইপর্ব থেকে একটি দল খেলবে বিশ্বকাপে।

কাতার বিশ্বকাপ ফুটবলে মোট 30 টি দল অংশগ্রহণ নিশ্চিত করেছে

2022 সালের ফিফা কাতার বিশ্বকাপ ফুটবলে মোট 30 টি দল নিশ্চিত করেছে এবং বাকি দুটি দল খুব শিগগিরই ঘোষণা করা হবে। কৃষ্টি দলের নাম নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো।

আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, কাতার, ডেনমার্ক, স্পেন, ক্রোশিয়া, সার্ভেয়া, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, ইকুয়েডর, উরুগুয়ে, পর্তুগাল, মরোক্কো, কেমারুন,  পোল্যান্ড, তিউনিশিয়ার, সেনেগাল, গাহানা, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, ওয়েলস.

https://youtu.be/-fuLVMSDWq0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button