পহেলা বৈশাখ ২০২৩ ইংরেজি কত তারিখে | পহেলা বৈশাখ কত তারিখে ২০২৩

আপনি কি পহেলা বৈশাখ ২০২২ ইংরেজির কত তারিখে হবে তা জানতে চান? আপনি কি ইংরেজি কত তারিখে পহেলা বৈশাখ তা অনুসন্ধান করছেন? আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব 2022 সালের ইংরেজি কত তারিখে পহেলা বৈশাখ উদযাপিত হবে এবং সেই দিনটি কি বার হবে তাও বিস্তারিত জানাবো.
পয়লা বৈশাখ কি
পহেলা বৈশাখ এলো বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাস। এই বৈশাখ মাসের প্রথম তারিখে পহেলা বৈশাখ কবে উদযাপিত হয় বা পালন করে থাকে। পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালিরা উৎসবের আয়োজন করে থাকেন এবং বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে দিনটিকে অতিবাহিত করেন। তবে এই দিনটির প্রধান আকর্ষণ হচ্ছে পান্তা ইলিশ। আবার পান্তা ও শুটকি ভর্তা সহ বিভিন্ন খাবার আয়োজন করা হয়।
পহেলা বৈশাখ ২০২২ ইংরেজি কত তারিখে
বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ মাসের প্রথম দিন পালা বৈশাখ পালন করা হয়। প্রতিবছর ইংরেজি মাসের কত তারিখে পহেলা বৈশাখ হবে এবং এই বছর ইংরাজি 2022 সালের কত তারিখে পহেলা বৈশাখ তাহলো 2022 সালের এপ্রিল মাসের 14 তারিখে পয়লা বৈশাখ পালিত হবে এবং এই দিনটি বৃহস্পতিবার।
এই বছর ২০২২ পহেলা বৈশাখ ইংরেজি কত তারিখে
2022 সালের 14 ই এপ্রিল ইংরেজি অর্থাৎ রোজ বৃহস্পতিবার বাংলাদেশের বাঙালি জাতি বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম তারিখে পহেলা বৈশাখ উদযাপন করবে। এই দিনটি উপলক্ষে বাংলাদেশ সরকার বাংলা বছরের প্রথম দিন পালনের জন্য সরকারি ছুটি ঘোষণা করে এবং 15 এপ্রিল ভারতে পয়লা বৈশাখ পালিত হবে
পহেলা বৈশাখ উদযাপন করা হারাম কেন
আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম হিজরতের পরে মদিনায় যান এবং ওই এলাকায় দুটি উৎসব বন্ধ করে দেন। তাদের মধ্যে একটি হচ্ছে বছরের প্রথম দিন বা নববর্ষ উদযাপন করা এবং অপরটি হচ্ছে মেহেরজান। কারণ এই রীতি গুলো হচ্ছে বিধর্মীদের কালচার যা ইসলাম-পরিপন্থী। পহেলা বৈশাখ কেন পালন করা হারাম সম্পর্কে হাদীস শরীফে কিছু মাসেল আছে যা নিম্নে তুলে ধরা হলো
ইমাম ফখরুদ্দিন উসমান বিন আলী আয জাইলাই বলেন: * “নওরোজ ও মেলার নামে কিছু দেওয়া-নেওয়া জায়েজ নয়। এই দুই দিনের নামে উপহার দেওয়া-নেওয়া হারাম; বরং অবিশ্বাস। (বই- তাবিনুল হাকায়েক : ৬/২২৬)
ইমাম হাফস কবির রহমাতুল্লাহি বলেছেন: (ক) “যদি কেউ নওরোজ উপলক্ষে বা বছরের প্রথম দিনে একটি ডিম দান করে তবে তার 50 বছর মেয়াদ থাকলে তা নষ্ট হয়ে যাবে” (খ) যদি সে সেদিন সম্মান করতে চায়, সে কাফের হয়ে যাবে। “
হাম্বলী মাযহাবের ফিকহ গ্রন্থ আল-ইকনা-তে বলা হয়েছে: “কাফিরদের উৎসবে যোগদান করা, সেই দিন উপলক্ষে বেচা- কেনা করা ও উপহার আদান-প্রদান করা হারাম”।
পহেলা বৈশাখ 2022 ইংরেজি কত তারিখে
প্রতিবছর বাঙালিরা পহেলা বৈশাখ পালন করে থাকেন অর্থাৎ বাংলা বছরের প্রথম মাস বৈশাখ তারিখে পালন করে থাকেন। এই বছর 2022 সালের 14 এপ্রিল রোজ বৃহস্পতিবার পহেলা বৈশাখ পালিত হবে এবং বাঙালিরা এই উৎসবটি বিভিন্ন ভাবে পালন করে থাকবেন না
বাংলা নববর্ষ প্রথম কে চালু করেছিলেন
বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে। তবে 1584 খ্রিস্টাব্দের 10 ই মার্চ 11 ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। সম্রাট আকবরের সিংহাসন আরোহণের সময় থেকে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয়। তবে প্রথমেই এই সনের নাম ছিল ফসলী সন তারপরে বঙ্গাব্দ এবং তারপরে বাংলা নববর্ষ নামে পরিচিত হয়।
পরিশেষে বলা যায় যে সম্রাট আকবরের সময় থেকে বাংলা নববর্ষ গণনা শুরু হয় এবং 2016 সালের ইন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সব সবার জন্য যাত্রাকে মানবতার অমূল্য সংস্কৃতি হিসেবে ইউনেস্কো ঘোষণা করেন। প্রতিবছর বাঙালিরা বাংলা বছরের প্রথম মাস বৈশাখের পহেলা তারিখ পহেলা বৈশাখ পালন করেন এই বছর তেমনি বৈশাখের 1 তারিখে অর্থাৎ ইংরেজি 2022 সালের 14 এপ্রিল বৃহস্পতিবার পহেলা বৈশাখ পালন করবেন